প্রকাশ : ২৩ জুন ২০২২, ০০:০০
করোনার প্রাদুর্ভাব
চাঁদপুরে ২ দিনে ৫ জনের করোনা শনাক্ত
করোনার প্রাদুর্ভাব আবার দেখা দিয়েছে। জাতীয়ভাবে করোনা শনাক্তের হার বাড়ার সাথে সাথে চাঁদপুরেও বাড়ছে। গতকাল একদিনে চারজনের করোনা শনাক্ত হয়। এই সংখ্যা অনেকদিন শূন্য এবং এক সংখ্যায় থাকার পর সর্বোচ্চ সংখ্যা। গত দুইদিনে চাঁদপুরে পাঁচজনের করোনা শনাক্ত হয়। ২১ জুন মঙ্গলবার ও গতকাল ২২ জুন বুধবার দুইদিনে চাঁদপুরে নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ২১ জুন ৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের বাড়ি শাহরাস্তি উপজেলায়। আর গতকাল ২২ জুন ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। এদের মধ্যে ৩ জনের বাড়ি চাঁদপুর সদর উপজেলায় ও ১ জনের বাড়ি শাহরাস্তি উপজেলায়। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৩শ’ ৮৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১৭ হাজার ১শ’ ২৯ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪৬ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৯ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।