বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ১৯:৫২

মতলব উত্তরে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল ১ম দিনে খেলো ১১,৪১০ জন

মতলব উত্তরে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল ১ম দিনে খেলো ১১,৪১০ জন
মাহবুব আলম লাভলু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১১ ডিসেম্বর শনিবার থেকে ৪ দিনব্যাপী ৪৬ হাজার ৫০০ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ। প্রথম দিন ১৫ প্রতিবন্দ্ধীসহ ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খেলো ১১,৪১০ জন।

ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেন, আরএমও ডাঃ হাসিবুল ইসলাম,ডাঃ জাবেদ ইকবাল,ডাঃ মুনাস, স্বাস্থ্য পরির্দশক সুভাষ চন্দ্র সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৪ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৫০০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসূল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪২ হাজার জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসূল উপজেলার প্রতিটি স্থায়ী, অস্থায়ী ও অতিরিক্ত টিকাদান কেন্দ্রে খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে স্থায়ী ৪টি, অস্থায়ী ৩৬০টি ও অতিরিক্ত ৩টি টিকাদান কেন্দ্রে।

প্রথম দিন শনিবার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১ হাজার ১০৫ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসূল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১০ হাজার ২৯৫ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসূল। এছাড়া ১৫ জন প্রতিবন্দ্ধীকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেন বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা রোগ থেকে রক্ষা পায় তা নয়, আরো অনেক উপকার হয়।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, এ প্লাস ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।এছাড়াও অন্যান্য সংক্রামক রোগে ঘন ঘন আক্রান্ত হওয়া রোধ করে, যা শিশুকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সহায়তা করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়