বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ০০:০০

রেইনবো হাসপাতাল : উন্নতমানের সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ
চিকিৎসাঙ্গন প্রতিবেদক ॥

চাঁদপুর শহরের মিশন রোডে রেইনবো হাসপাতাল অবস্থিত। নান্দনিক ও মনোরম পরিবেশে তিনতলাবিশিষ্ট হাসপাতালে রয়েছে অত্যাধুনিক সকল চিকিৎসা সেবার ব্যবস্থা। প্রথিতযশা চিকিৎসকবৃন্দ এ হাসপাতালে সেবা প্রদান করেন।

হাসপাতালটিতে প্রতি সপ্তাহে শুক্রবার দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার ও পরিপাকতন্ত্র (গ্যাস্টোএন্ট্রোলজি) বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক (লিভার বিভাগ) ডাঃ শেখ মোহাম্মদ নূর-ই আলম (ডিউ), মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন বিভাগ) (গোল্ড মেডালিস্ট) ডাঃ এ.এস.এম. সিরাজুম মুনীর, একই হাসপাতালের চর্ম, যৌন ও এলার্জি রোগ বিভাগের কনসালটেন্ট ডাঃ লিনিয়া সানজীন, ধানমন্ডিস্থ ল্যাব এইড স্পেশলাইজড হাসপাতালের কনসালটেন্ট কিডনী রোগ বিশেষজ্ঞ ডাঃ সুমন চন্দ্র রায়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স ও হাসপাতালের ব্রেইন, স্পাইন, স্ট্রোক সার্জন ও নিউরো বিশেষজ্ঞ ডাঃ মোঃ বশীর আহম্মেদ খান, হাড় ভাঙ্গা, বাত ব্যথা ও পঙ্গু রোগ বিশেষজ্ঞ এবং অর্থোপেডিক সার্জন ডাঃ গোলাম মাহবুব চৌধুরী, থাইরয়েড, ব্রেস্ট, টিভিএস, এনোম্যালী স্ক্যান ও আল্ট্রাসনোগ্রাম বিশেষজ্ঞ ডাঃ শিরিনা আকবর রোগী দেখেন।

এছাড়া চাঁদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বিভাগীয় প্রধান (নাক, কান, গলা) ডাঃ মোঃ আহসান উল্লাহ বুধবার রোগী দেখেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রাক্তন সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ মহিবুর রহমান বাত ব্যথা, হাড় ভাঙ্গা, হাড় জোড়া, আঘাতজনিত মেরুদণ্ড রোগীদের শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা প্রদান করেন।

এছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডাঃ হাসানুর রহমান; নবজাতক, শিশু এবং শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ ডাঃ তাহফীম আহমেদ; মেডিসিন, হৃদরোগ, পরিপাকতন্ত্র ও ডায়বেটিস রোগে অভিজ্ঞ ডাঃ পিযুষ সাহা; গাইনী, প্রসূতি, স্ত্রীরোগ ও নিঃসন্তান দম্পত্তি রোগে অভিজ্ঞ ডাঃ শর্মিষ্ঠা দে এবং মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ রাশেদুর রহমান তালুদকার চিকিৎসা সেবা প্রদান করেন।

২০ শয্যাবিশিষ্ট রেইনবো হাসপাতালে রয়েছে সুসজ্জিত ও শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন ও ওয়ার্ড, উন্নতমানের অত্যাধুনিক অপারেশন থিয়েটার, সব ধরনের জেনারেল, অর্থোপেডিক, সিজার ও চক্ষু সার্জারির ব্যবস্থা। এছাড়া নরমাল ডেলিভারি, বেবি ওয়ার্মার, ফটোথেরাপি, অর্থোপেডিক্স সি-আরম মেশিন, রেইনবো ফার্মেসী, রেইনবো অপটিক্স, ব্যথামুক্ত মুসলমানির সুব্যবস্থা রয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টা জরুরি বিভাগে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

ল্যাবের পরীক্ষাসমূহ : এন্ডোস্কোপি, কোলনোস্কপি, পলিপেকটমি, ফাইব্রোস্ক্যান (লিভার চিকিৎসায় উন্নত প্রযুক্তি), ফোর-ডি কালার আল্ট্রাসনোগ্রাম, টিভিএস কালার আল্ট্রাসনোগ্রাম, থাইরয়েড আল্ট্রাসনোগ্রাম, ব্রেস্ট আল্ট্রাসনোগ্রাম, কালার ইকো-কার্ডিওগ্রাম, স্পাইরোমেট্রি (শ্বাসযন্ত্রের পরীক্ষা), ইউরোফ্লোমেট্রি, ক্যান্সারসহ সবধরনের হরমোন টেস্ট, থাইরয়েড টেস্ট, ইসিজি (১২ চ্যানেল), শতভাগ ডিজিটাল এক্স-রে করানো হয়। সম্পূর্ণ অটোমেশিনে সব প্যাথলজি টেস্টসহ বিদেশগামীদের মেডিকেল চেকআপ করানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়