প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
কখনো কখনো হরমোনের অভাবে শরীরের কোনো অঙ্গ ভালো পুষ্ট করতে সক্ষম হয় না, তাই শরীরে সেই হরমোন তৈরির জন্যে ওষুধ গ্রহণ করা প্রয়োজন। উদাহরণস্বরূপ থাইরয়েড গ্রন্থিগুলোর হরমোনের অভাবে কোনো ব্যক্তি ধূসর চুল, চুল পড়া এবং টাক পড়ে যায়।
চুল পড়ার কারণ
অল্প বয়সে চুল পড়ার মূল কারণগুলো হলো : দীর্ঘস্থায়ী রোগ, ডায়েট করার অনুপযুক্ত উপায়, মনের উপর অতিরিক্ত চাপ, জ্বর জ্বর, হরমোনের ব্যাধি বা বংশগত চুল পড়া।
মাথায় খুশকি
যখন কোনো ব্যক্তির মাথায় সাদা রঙের শুকনো স্তর উপস্থিত হয়, তখন তাকে বলা হয় ‘খুশকি’। ঠিক আছে, খুশকি সরাসরি কোনো ব্যক্তির স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে না, তবে ব্যক্তি কোনো অনুষ্ঠান কিংবা বিবাহিত হয়ে গেলে মাথার অত্যাধিক খুশকি লজ্জার কারণ হয়ে ওঠে। খুশকির কারণে ব্যক্তির মাথা সাদা দেখায়।
কারণসমূহ : পরিবারের প্রবীণ ব্যক্তিরা যদি খুশকিতে ভোগেন তবে পরিবারের নতুন প্রজন্মও খুশকির শিকার হয়। উদাহরণস্বরূপ, দাদা-দাদি কিংবা পিতা-মাতার যদি খুশকি থাকে, তবে সম্ভবত তাদের বাচ্চারা খুশকির শিকার হতে পারে এটি অপরিহার্য। এটি ছাড়াও মাথার অতিরিক্ত ঘাম হওয়া, খালি শারীরিক বা মানসিক কাজ করা, সস্তা সাবান দিয়ে মাথা ধোয়া, মাথার ত্বকের রোগ এবং সোরিয়াসিসের মতো খুশকির উদ্ভবের অন্যান্য কারণও রয়েছে।
মাথায় উকুন
প্রায়শই প্রতিটি মানুষের মাথায় উকুন পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কোনো ব্যক্তির মাথায় পাওয়া যায় তবে কখনো কখনো এটি ত্বক এবং পশমেও পাওয়া যায়। উকুন রক্ত চুষে বেঁচে থাকে।
কারণ : মাথার ময়লা ফেলার কারণে প্রায়শই উকুন বাড়ে। এগুলো সেই ব্যক্তির মাথার মধ্যেও উত্থিত যারা প্রতিদিন স্নান করেন না এবং মাথা ভালোভাবে পরিস্কার করে না।
ধূসর চুল
ধূসর চুল বৃদ্ধ বয়সে প্রাকৃতিকভাবে হয়, তবে অকাল ধূসর হওয়া রোগের লক্ষণ। একে অকাল গ্রেইং (পলিট রগ) বলা হয়। এই রোগটি শরীরে পুষ্টিকর উপাদানগুলোর অভাবের কারণে ঘটে।
ডাঃ মোঃ মাজহারুল হক : বি.এ. ডি.এইচ.এম.এস. (বি.এইচ.বি.) ঢাকা। ডি.ইউ.এম.এস. (কন্ট), এম.এইচ.জি. (প্রশিক্ষণপ্রাপ্ত) যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা।
ইসলামিয়া হোমিও হল। চাঁদপুর সদর, চাঁদপুর।
মোবাইল : ০১৯২২৪৯২৬২৪ ও ০১৭৯৪৫০৯০৮০