মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২, ০০:০০

শীতে বাড়ে সোরিয়াসিস
অনলাইন ডেস্ক

সোরিয়াসিস একধরনের জটিল চর্মরোগ। এটি একটি অটোইমিউন রোগ। মানে, শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার (ইমিউন সিস্টেম) ভারসাম্যহীনতার ফলে সৃষ্টি হয়। সোরিয়াসিস ছোঁয়াচে নয়। তবে পরিবারে সোরিয়াসিসের ইতিহাস থাকলে অন্যদের হওয়ার ঝুঁকি থাকে।

সোরিয়াসিস হলে ত্বকের কোষগুলোর জীবনচক্র দ্রুত শেষ হতে থাকে। ফলে ত্বকের ওপর বাড়তি কোষের আস্তর জমে। ত্বকের স্থানে স্থানে খসখসে, লাল বা সাদাটে হয়ে পড়ে, ফেটে যায়।

কারণ

* জিনগত বা বংশগত কারণে এ রোগ হতে পারে।

* স্থূলতা প্রভাব ফেলতে পারে।

* যে কোনো ধরনের দুর্ঘটনায় ত্বক ছিলে গেলে, পুড়লে বা ব্যথা পেলে এটা বাড়ে।

* রোদে ত্বক পুড়েও এমনটা হওয়ার আশঙ্কা থাকে।

* খুব বেশি মানসিক চাপে থাকলেও এ রোগ বাড়ে।

* ধূমপান, মদ্যপান সোরিয়াসিস বাড়ায়।

* অনেক ধরনের ওষুধ খাওয়ার ফলেও সোরিয়াসিস বাড়তে পারে। যেমন উচ্চ রক্তচাপের ওষুধ, ম্যালেরিয়ার ওষুধ, লিথিয়াম, কর্টিকোস্টেরোইড ইত্যাদি।

* কারও কারও ট্যাটু বা ভ্যাকসিনের কারণেও সোরিয়াসিস বাড়তে পারে।

সংক্রমণ

* কেবল ত্বক নয়, সোরিয়াসিস সন্ধিসহ অন্য অঙ্গপ্রত্যঙ্গকে আক্রমণ করতে পারে। সাধারণত কনুই, হাঁটু, মাথা, হাত ও পায়ের নখ আক্রান্ত হয়।

* কোনো কোনো ক্ষেত্রে মাথার ত্বক আক্রান্ত হতে পারে। হাতের নখের রং নষ্ট হয়ে যায় ও গর্ত হয়ে যায়।

* সোরিয়াসিস থাকা ব্যক্তিদের ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকজনিত সংক্রমণ (ইনফেকশন), টনসিলাইটিস বা মুখগহ্বরের সংক্রমণের ঝুঁকি বেশি।

চিকিৎসা

* সোরিয়াসিস পুরোপুরি ভালো হয় না, তবে নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবন যাপন করা যায়।

* আক্রান্ত স্থানের ওপর বিভিন্ন ধরনের মলম ও ক্রিম লাগাতে হয়।

* মুখে খাওয়ার কিছু ওষুধও প্রয়োজনে খেতে হতে পারে। তবে অবশ্যই এসব ওষুধ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খেতে হবে।

* সোরিয়াসিস যাতে না বাড়ে, সে জন্য বেশি গোসল, সাবান ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

* তৈলাক্ত জিনিস ঘন ঘন ব্যবহার করতে পারেন। যেমন নারকেল তেল, অলিভ অয়েল বা ভ্যাসলিন।

* আলট্রাভায়োলেট রশ্মি দিয়েও চিকিৎসা করা হয়।

* অনেক রোগী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাই তাঁদের ক্ষেত্রে কাউন্সেলিংয়েরও দরকার হতে পারে। সূত্র : প্রথম আলো

* চিকিৎসাঙ্গন বিভাগে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়