প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় বসবাস করেন মাছরুন আক্তার। তার পরিবার বসবাস করে চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব শ্রীরামদী এলাকাস্থ মাঝি বাড়িতে। তার বাবার নাম নাছির মাঝি ও মায়ের নাম পারভীন বেগম।
তার বাবা চাঁদপুর প্রেসক্লাব ঘাট সংলগ্ন ডাকাতিয়া নদীতে নৌকা চালায়। সে পড়াশোনা করে চাঁদপুর শহরের লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট।
ক্রীড়াকণ্ঠের এই প্রতিবেদককে সে জানায়, একই একাডেমিতে খেলা ইতির মাধ্যমে সে চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমিতে অনুশীলন করার সুযোগ পায়। সে মধ্যমাঠে খেলতে পছন্দ করে। একাডেমির কোচ ও সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিকের তত্ত্বাবধানে সে দুই বছর ধরে একাডেমিতে অনুশীলন করে যাচ্ছে। তাকে খেলাধুলার জন্যে তার বাবা-মাসহ অন্য সকলে সমর্থন দেন।
সে আরও জানায়, সে পড়ালেখার পাশাপাশি নিয়মিত ফুটবল খেলা চালিয়ে যেতে চায়। একজন ভালো প্রমীলা ফুটবলার হিসেবে সে ধাপে ধাপে জেলা থেকে বিভাগে ও বিভাগ থেকে জাতীয় পর্যায়ে যেনো যেতে পারে এজন্যে সকলের সহযোগিতা কামনা করেছেন ও দোয়া চেয়েছেন। প্রতিদিন পুরাণবাজার থেকে এসে চাঁদপুর আউটার স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করতে যান। চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমির সকল কর্মকর্তা ও ফুটবল কোচ তাদেরকে খেলাধুলার ব্যাপারে ব্যাপক উৎসাহ দিয়ে যাচ্ছেন।
করোনার সময় কিছুদিন অনুশীলন বন্ধ থাকলেও করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর থেকে সে নিয়মিত মাঠে যাচ্ছে। নিয়মিত স্কুল শেষে সে অনুশীলন করতে যাবে বলে আশা প্রকাশ করে। সে চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চাঁদপুর সদর উপজেলার হয়ে খেলতে নেমেছিলো।