প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর পৌরসভার দুটি ওয়ার্ড মিলে একটি এলাকা গড়ে উঠেছে। আর সেই এলাকাটি হলো চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকা। এই এলাকাটি কিংবা এই অঞ্চলটির রাস্তার একপাশ ৯নং ওয়ার্ড অন্যপাশ ১৫নং ওয়ার্ড। দুটি ওয়ার্ডে অনেক মহল্লা চাঁদপুর পৌরসভায় অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে। দুটি ওয়ার্ডে অনেক মানুষ বর্তমানে বসবাস করছে। এই এলাকাটি নিয়ে পৌরবাসীসহ অনেকেরই বিভিন্ন মতামত থাকলেও বর্তমান উদীয়মান প্রজন্ম চাচ্ছে খেলাধুলার মাধ্যমে তাদের এলাকার বিরুদ্ধে যে বদনাম আছে সেটির বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
বর্তমানে বিষ্ণুদী এলাকায় বসবাসকারী বিভিন্ন উদীয়মান যুবকরা চাচ্ছেন খেলাধুলার মাধ্যমে এ এলাকা থেকে মাদক নির্মূল করতে। মাদকসহ এলাকা থেকে বিভিন্ন খারাপ কাজকে দূরে রাখার জন্যে তারা সকলে মিলে গঠন করেছেন ক্রীড়াভিত্তিক অর্থাৎ খেলাধুলার জন্যে ক্রীড়া সংগঠন বিষ্ণুদী ইয়ং স্টার ক্লাব। ক্লাবটি ইতিমধ্যে ১৫ বছর পূর্তি উপলক্ষে খেলাধুলার আয়োজন করেছে। ১৮ সেপ্টেম্বর বিকেলে বিষ্ণুদী ঢালীর মসজিদ সংলগ্ন বালুর মাঠে ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
ফুটবল খেলা চলাকালীন দেখা গেছে দুটি ওয়ার্ডের নর-নারীদের মধ্যে যেন মিলনমেলায় পরিণত হয়েছিল মাঠটি। দীর্ঘদিন এই করোনার কারণে বন্ধ ছিল খেলাধুলাসহ অনেক কিছুই। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরে এলাকাবাসীর সহযোগিতায় ক্লাবটির পক্ষ থেকে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্ট।
ক্লাব কর্মকর্তারা চাঁদপুর কণ্ঠের এই প্রতিবেদককে জানান, টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে সেভেন স্টার এফসি, খানবাড়ি একাদশ, ড্রিম লিগ, ইয়ং স্টার ক্লাব, লিজেন্ড অফ বিষ্ণুদী, পাঞ্জা পাঞ্জি, বিষ্ণুদী রেঞ্জার, জুনিয়র টিম, ব্রাদার্স ইউনিয়ন ও জিলহান জুনিয়র। প্রতিটি দল এই দুটি ওয়ার্ডের স্থানীয় সিনিয়র ও জুনিয়রদের নিয়ে গঠন করে খেলাগুলো অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের কাছে ইয়ংস্টার ক্লাবের কর্মকর্তাসহ এলাকাবাসী দাবি করেছেন ক্লাবটির জন্য যেন চাঁদপুর পৌরসভা থেকে একটি জায়গা বরাদ্দ দেয়া হয়। যদি পৌরসভা থেকে ক্লাবটির জন্য জায়গা বরাদ্দ দেয়া হয় তাহলে তারা সেখানে খেলাধুলা প্রশিক্ষণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করবে বলে এ প্রতিবেদককে জানান। তারা জানান, চাঁদপুর পৌরসভার মেয়র তাঁর বক্তব্যে বলেছেন মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্যে। আমরা এলাকাবাসী সকলে ঐক্যবদ্ধ হয়েছি এই এলাকাকে মাদকমুক্ত করার জন্যে। আমাদের এই এলাকার বদনাম গোছানোর জন্য আমরা প্রতিদিন বিকেল থেকে যাতে এলাকার বিভিন্ন স্থানে কোনো আড্ডা কিংবা অন্য কোনো খেলা চলাকালীন সময়ে কোনো ধরনের নগদ টাকার জুয়ার প্রচলন না হয় সেদিকে সোচ্চার হচ্ছি। তাদের দাবি, চাঁদপুর পৌরসভার মেয়র যেন তাদের এই ক্লাবটির জন্য পৌরসভার পক্ষ থেকে একটি জমি বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর চান মিয়া মাঝি ও ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডঃ কবির চৌধুরীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী।
ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বিষ্ণুদী ক্লাবের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর। বক্তব্যের শুরুতেই ক্লাব এবং টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি।
এলাকাবাসী হিসেবে অ্যাডঃ সেলিম আকবার তাঁর বক্তব্যে বলেন, এই ক্লাবটি গত ১৫ বছর ধরে বিভিন্ন খেলাধুলাসহ সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তিনি পৌর মেয়রের কাছে ক্লাবটির জন্যে জমি বরাদ্দের দাবি জানান। তিনি বালুর মাঠে দুটি ওয়ার্ডের অধিবাসীদের মিলন মেলা দেখে এবং ক্লাব কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে ঘোষণা দেন, আগামী ডিসেম্বর মাসে এই ক্লাবের পক্ষ থেকে শীতকালীন সময়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবেন। তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, এই এলাকাকে মাদকমুক্ত করার জন্যে তাঁকে যখন এই ক্লাবের পক্ষ থেকে ডাক দেওয়া হবে তিনি তখনই তাদের পাশে এসে দাঁড়াবেন। তিনি বলেন, ক্লাবের কর্মকর্তাদের নিয়ে আগেও এলাকাবাসীর বিভিন্ন সেবামূলক কাজের সাথে জড়িত ছিলাম, আছি এবং থাকবো।
চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকার এ ক্লাবের সভাপতির দায়িত্বে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক এমএ খালেক মিয়াজী। তিনি চাঁদপুর কণ্ঠের এই প্রতিবেদককে জানান, আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকাকে মাদক মুক্ত করা। আমরা ক্লাবের পক্ষ থেকে নিয়মিতভাবে খেলাধুলা আয়োজনের চেষ্টা করে যাচ্ছি। আমরা চাই, এই এলাকার উদীয়মান ছেলেরা যাতে পড়ালেখা সহ খেলাধুলার সাথে জড়িত থাকে। খেলাধুলার সাথে জড়িত থাকলে কোনো ছেলে-মেয়ে খারাপ পথে পা বাড়াতে পারবে না। আর যারা মাদকের সাথে জড়িত থেকে এলাকার সুনাম নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমাদের চিরুণি অভিযান চলবে। মাদকের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেয়া হবে। আমরা যাতে এলাকাকে মাদকমুক্ত করতে পারি এজন্যে দুটি ওয়ার্ডের সকল এলাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি।
চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকাটি একটি বহুল পরিচিত নাম। আর এই এলাকাটিকে একটু উন্নত করে গড়ে তোলার জন্য বিষ্ণুদী ইয়ং স্টার ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন বেপারী, মোহাম্মদ নাসির সরদার, মোঃ রাসেল খান পায়েল, মোঃ সুজন, মোঃ মোজাফফর মৃধা, করিম গাজী, জাবেদ, বসু মুনশি, মানিক মিজি, বসু ঢালী, বাবলু মিজি, শাহীন কবির, সুমন মিজি, ইমরান, মিলন, সজীব, নীলাভ ও সীমান্ত।