প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
ঢাকাতে অনুশীলনরত চাঁদপুরের দুই টেবিল টেনিস খেলোয়াড়
ঢাকাতে অনুশীলনরত অবস্থায় রয়েছেন চাঁদপুরের দুজন টেবিল টেনিস খেলোয়াড়। এর মধ্যে ১ জন বিকেএসপির নিয়মিত ছাত্র হলেও আরেকজন সুযোগ পেয়েছেন দুমাসের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে। এই দুজন হলেন শেখ তানজিন আহমেদ নাবিল ও মোহাম্মদ ফজলুল হক।
জানা যায়, ২০১৮ সালে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চাঁদপুর টেবিল টেনিস একাডেমী প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই একাডেমীর শিক্ষার্থীরা বিভিন্ন রাষ্ট্রীয় ও জাতীয় কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি খেলাধুলায় স্থানীয় ও বিভাগীয় পর্যায়ে সুনাম বয়ে আনে।
চাঁদপুর টেবিল টেনিস একাডেমীর সবচেয়ে কনিষ্ঠ দুজন খেলোয়াড় ঢাকাতে টেনিসের এই অনুশীলনে রয়েছেন। এরাই হলেন উপরোল্লিখিত দুজন। শেখ তানজিন আহমেদ (নাবিল)-এর পিতা শেখ তারেক আহমেদ নুপুর ও মোহাম্মদ ফজলুল হক (জুনায়েদ)-এর পিতা এনামুল হক ফারুক। এর মধ্যে তানজিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির নিয়মিত শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত। অপরদিকে ফজলুল হক বিকেএসপির খুলনা প্রশিক্ষণ কেন্দ্র হতে এক মাসের তৃণমূল প্রশিক্ষণ শেষ করে উত্তীর্ণ হয়ে বর্তমানে দুই মাসের প্রশিক্ষণ ক্যাম্পে ঢাকা বিকেএসপিতে রয়েছে বলে চাঁদপুর জেলার টেবিল টেনিস কমিটির সূত্রে জানা গেছে।
নাবিলের বাবা জেলার সাবেক টেবিল টেনিস খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক শেখ তারেক আহমেদ নুপুরের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, আমার ছেলে দীর্ঘদিন ধরেই বিকেএসপিতে অধ্যয়নরত রয়েছে। আর দুমাসের প্রশিক্ষণে গিয়েছে খুদে শিক্ষার্থী জুনায়েদ। আশা করি ক্রিকেট, ফুটবল এবং সাঁতারের পর টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে তারা দ্রুত চাঁদপুরের পরিচয় আরো বাড়িয়ে দিবে।