প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
অনেকটা সুঠাম দেহের অধিকারী খেলোয়াড়। অনুশীলনরত অবস্থায় কেউ বলতে পারবে না সে একজন প্রমীলা ফুটবলার। অনুশীলন চলাকালে দেখা গেছে খেলার প্রতি তার অনেক মনোযোগ রয়েছে। খেলাধুলা করেন মধ্যমাঠে। প্রমীলা ফুটবলার হিসেবে তিনি একজন ভালো খেলোয়াড় হতে চান। ফুটবল খেলাটা তার অনেক পছন্দ। এই খেলোয়াড়টির নাম হচ্ছে পিংকি। তার বাবার নাম মোঃ হোসেন। তিনি একজন দলিল লেখক। তার মায়ের নাম হনুফা বেগম। তারা বসবাস করেন চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকাস্থ নতুন রাস্তায়। তারা পাঁচ বোন ও দুই ভাই। তিনি পড়াশোনা করছেন রেলওয়ে স্ক্যাভেঞ্জার্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে।
ক্রীড়া কণ্ঠের এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি জানান, একই এলাকার আরেক প্রমীলা ফুটবলার মীম আপুর মাধ্যমে তিনি চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমীতে আসেন। এখানে এসে আজকে প্রায় এক বছর ধরে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন। মহামারী করোনার কারণে দীর্ঘদিন অনুশীলন বন্ধ থাকার কারণে তিনি সহ অনেক প্রমীলা ফুটবলার মাঠে আসতে পারেননি।
মহামারী করোনা কিছুটা কমে যাওয়ায় এখন নিয়মিতই চাঁদপুর আউটার স্টেডিয়ামে সোনালী অতীত ফুটবল একাডেমির মাধ্যমে অনুশীলন শুরু হয়েছে। আর অনুশীলন শুরু হওয়ার পর থেকেই পিংকিং নিয়মিতভাবে প্রতিদিন দুপুর বেলা চলে আসেন ফুটবল অনুশীলন মাঠে। তিনি জানান, তার বাবা-মাসহ পরিবারের অন্যান্য সবাই তাকে খেলার জন্যে অনেক উৎসাহ প্রদান করেন। দেশের অনেক স্থানে প্রমীলা ফুটবলার রয়েছে। তিনিও একজন ভালো প্রমীলা ফুটবলার হিসেবে খেলতে চান এবং তার ইচ্ছা ভালো প্রমউলা ফুটবলার হওয়া।
পিংকি বলেন, কিছুদিন পরেই আমাদের স্কুল খুলবে। নিয়মিত স্কুলে যাওয়ার পাশাপাশি স্কুল শেষে কিংবা খেলার অনুশীলনের সময় আমি মনে করি স্কুল কর্তৃপক্ষ আমাকে খেলাধুলার জন্যে সুযোগ করে দিবেন। আমি মনে করি, আরো অনেক প্রমীলা ফুটবলার মাঠে এসে খেলতে পারবে। এজন্যে তাদের বাবা-মা ও পরিবারের সদস্যরা যেনো সুযোগ করে দেন।
খুদে ক্রিকেটারদের পর্ব-২
চাঁদপুর জেলা শহরের আউটার স্টেডিয়াম সংলগ্ন ক্লেমন ক্রিকেট একাডেমীর অনুশীলনে অংশগ্রহণ করছেন চাঁদপুর জেলা শহরসহ উপজেলার বিভিন্ন ক্রিকেটারগণ। এই একাডেমি থেকেই বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়ের সৃষ্টি হয়েছে। একাডেমির কর্ণধার ও জেলার ক্রিকেট কোচ সৈয়দ শামীম আহমেদ ফারুকীসহ একাডেমীর সাথে জড়িত সকলেই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন আন্তরিকতার সাথে। একাডেমীতে অংশগ্রহণের সংখ্যা দিন দিন বেড়েই চলছে ক্রিকেটারদের। চাঁদপুর কণ্ঠের পক্ষ থেকে তুলে ধরা হলো তাদের কথাগুলো। কথাগুলো ধারণ করেছেন ক্রীড়া প্রতিবেদক চৌধুরী ইয়াসিন ইকরাম।