প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর অরুণ নন্দী সুইমিংপুলে নতুন ডীপ (গভীর নলকূপ)শীঘ্রই বসানো হবে। ইতিমধ্যে এ বিষয়টা নিয়ে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সাথে আলাপ-আলোচনা হয়েছে।
সুইমিংপুলের বকেয়া বিদ্যুৎ বিলের ব্যাপারে জেলা প্রশাসকের সাথে আলোচনা হয়েছে। পাবলিক হেল্থ ইঞ্জিনীয়ারের সাথে দেখা করার পরে পুলিশসহ আরো কয়েকজন সুইমিংপুল দেখে গেছেন।
সুইমিংপুলের ডীপটি ৭০০ ফুট নিচে। ২০০৫ সাল থেকে এ ডীপটি ব্যবহার করে চাঁদপুর পৌরসভা। তখনকার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতির মৌখিক নির্দেশে এই এলাকার মানুষের পানি সুবিধার জন্যে মৌখিক অনুমতি নিয়েছিল চাঁদপুর পৌরসভা। তখনকার পৌরসভার চেয়ারম্যান ছিলেন মরহুম শফিকুর রহমান ভূঁইয়া এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর ছিলেন মরহুম দেওয়ান আরশাদ আলী। অবশ্য এ দুজনের কারো দোষ ছিল না।
সুইমিংপুল লাগোয়া সাধারণ মানুষের পানি-সুবিধার জন্যেই তারা এই উদ্যোগটি নিয়েছিলেন। পানির ডীপটি নিয়ে চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান মেয়রের সাথে আলাপ-আলোচনা হয়েছে। আগের ডীপটি নষ্ট হওয়ায় পৌরসভার ইঞ্জিনীয়ারের সাথে কথা হয়েছে। সরকারি মন্ত্রণালয়ের মাধ্যমে হোক কিংবা জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে হোক, খুব সহসাই সুইমিংপুলের জন্যে নতুন ডীপ বসানো হবে।
তিনি বলেন, সুমিংপুলের জন্য নতুন ডীপ বসানো হলে যেকোনো পরিস্থিতিতে সুইমিংপুলের পানির ব্যবস্থা করা হবে। আমি যেহেতু সুইমিং পুলের ব্যাপারে কথা দিয়েছি, প্রয়োজনে জেনারেটর দিয়ে হলেও এর জন্যে সব সময় পানির ব্যবস্থা করবো। তবে সবকিছুর জন্য একটু সময়ের প্রয়োজন রয়েছে।