প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
মাঠ আছে, আগের মতো খেলা নেই-১
মাঠকেন্দ্রিক খেলাধুলা অনেকটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে। তরুণ ও কিশোর প্রজন্মের খেলার কেন্দ্রবিন্দু হচ্ছে গ্রাম-গঞ্জের বা বিদ্যালয়কেন্দ্রিক খেলার মাঠগুলো। এখন এমন মাঠে আগের মতো খেলাধুলা নেই বললেই চলে। দিনের পর দিন খেলার মাঠ দখলে চলে যাওয়া, খেলাবিমুখ প্রজন্ম মোবাইল আসক্তিতে ডুবে থাকার কারণে খেলার মাঠগুলো বছরের অনেক সময়ই ফাঁকা পড়ে থাকে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকাল মাঠে খেলতেই নামে না। মাঠকেন্দ্রিক ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ভলিবল খেলা, ব্যাডমিন্টন খেলা, হাডুডু খেলাগুলো ছিলো উল্লেখযোগ্য। ২-১টি খেলা বাদে বাকি খেলাগুলো তরুণ প্রজন্ম ভুলতে বসেছে। তরুণ প্রজন্মকে খেলাকেন্দ্রিক গড়ে তুললে মাঠগুলোর কদর বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গত সোমবার (১২আগস্ট) বিকেলে হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বাকিলা উচ্চ বিদ্যালয়ের সুবিশাল খেলার মাঠের ছবিটি তুলেছেন চাঁদপুর কণ্ঠের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল।