রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   বয়ারচর সংযোগ ব্রিজ ও বেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন
  •   জার্মানিতে কঠিন হচ্ছে রাজনৈতিক আশ্রয়
  •   ইতালির দ্বীপে নৌকাডুবিতে নিখোঁজ ২১
  •   অভিভাবকহীনতায় দিশেহারা চাঁদপুরের আওয়ামী লীগ নেতা-কর্মীরা
  •   আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা

প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০০:০০

ক্রিকেটার হিসেবে আমার লক্ষ্য জাতীয় পর্যায়ে সুযোগ পাওয়া

---------তাহমিদুল ইসলাম জিদান

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
ক্রিকেটার হিসেবে আমার লক্ষ্য জাতীয় পর্যায়ে সুযোগ পাওয়া

বড়োভাই একাডেমিতে নিয়মিত অনুশীলন করতেন। বাবা-মা ও ভাইয়ের অনুপ্রেরণাতেই প্রাইমারি স্কুলের গণ্ডি পেরুবার আগেই ক্রিকেটের সাথে জড়িয়ে পড়েছে এ খুদে ক্রিকেটার। নিয়মিত স্কুল ছুটি শেষে চলে আসে ক্রিকেট একাডেমিতে অন্যান্য ক্রিকেটারের সাথে অনুশীলন করার জন্যে। জেলা পর্যায় থেকে ভালো খেলে বিভাগ এবং বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে যাওয়াই তার মূল লক্ষ্য। মাঠে এসে যতক্ষণ থাকে ততক্ষণেই মগ্ন থাকে ক্রিকেট খেলাতেই। এ ক্রিকেটারের নাম হচ্ছে তাহমিদুল ইসলাম জিদান। তার বাবার নাম অ্যাডঃ আমির উদ্দিন ভূঁইয়া মন্টু ও মায়ের নাম মনিকা রওশনারা। বাবা আইনজীবী হলেও ছেলের খেলাধুলার জন্যে নিয়মিত খোঁজ খবর রাখেন এবং মাঠে যান। তারা বসবাস করেন চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ সোনালী সিঁড়িতে। জিদান ডান হাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডান হাতে অফস্পিন বল করে থাকে। তাদের গ্রামের বাড়ি মতলব মুন্সিরহাট। দুই ভাইয়ের মধ্যে সে সবার ছোট। সে পড়াশোনা করে চাঁদপুর শহরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীতে। বড়োভাই জয়ের হাত ধরেই সে একাডেমিতে ভর্তি হয়। গত ৪ বছর ধরে নিয়মিত একাডেমির প্রধান কোচ শামীম ফারুকী, ক্রিকেট কোচ পলাশ কুমার সোম ও কোচ রাজনের তত্ত্বাবধানে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অনুশীলন করে যাচ্ছে। ক্রীড়া প্রতিবেদকের সাথে আলাপকালে সে বলে, আমার মূল লক্ষ্য ভালোভাবে ক্রিকেট অনুশীলন করা এবং এই লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে সুযোগ পাওয়া। এ লক্ষ্য নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। দেশে সে বাংলাদেশ দলের ক্রিকেটার তাওহীদ হৃদয় ও বিদেশী ক্রিকেটার বিরাট কোহলির খেলা নিয়মিত দেখে। সে যেন একজন ভালো ক্রিকেটার হতে পারে এজন্যে সবার দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা চেয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়