শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চট্টগ্রামে জাতীয় বাস্কেটবলে অংশ নিচ্ছে জেলা অনূর্ধ্ব-১৮ দল

ক্রীড়া প্রতিবেদক ॥
চট্টগ্রামে জাতীয় বাস্কেটবলে অংশ নিচ্ছে জেলা অনূর্ধ্ব-১৮ দল

আগামী ৪ মার্চ চট্টগ্রামে অনূর্ধ্ব-১৮ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশ নিবে জেলা বাস্কেটবল দল। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগের জেলা পর্যায়ের দলগুলো অংশ নিবে বলে জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে।

জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে জেলা দলের প্রস্তুতি শুরু হয়েছে চলতি সপ্তাহ থেকে। চাঁদপুর সরকারি কলেজ বাস্কেটবল গ্রাউন্ডে সকালে জেলা দলের অনুশীলন চলছে। অনুশীলনে জেলা সদরের বাস্কেটবল খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।

অনুশীলনকারীরা হলেন : মোঃ পুলক পাটওয়ারী, সিয়াম, সাইফুল মিজি, ফাহাদ আল সাদ, সিফাত হোসাইন, ইয়াসিন মিজি, সিয়াব মজুমদার, রাকিব খান, আবির ও আবরার খান। টিম ম্যানেজার রনি কুড়ি ও দলের কোচ আকরামুল হাসানাত ঐশি^। দলের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক বাস্কেটবল খেলোয়াড় মনোয়ার হোসেন চৌধুরী।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে বলেন, জেলা দল গঠনের লক্ষ্যে বাস্কেটবল কমিটির মাধ্যমে খেলোয়াড়দের অনুশীলন শুরু হয়েছে। দলটি ৩ মার্চ চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিবে। ভেন্যুতে দলটি গিয়ে পৌঁছলে আয়োজকরা নির্ধারণ করে দিবেন কোন্ দল কার সাথে খেলবে। আশা করি দল ভালো কিছু করতে পারবে।

দলের প্রধান সমন্বয়কারী মনোয়ার হোসেন চৌধুরী এ প্রতিবেদককে বলেন, দলের খেলোয়াড়রা নিয়মিতই কলেজ মাঠে অনুশীলন করছেন। এর আগেও বাস্কেটবল ফেডারেশনের মাধ্যমে জাতীয় কোচের অধীনে খেলোয়াড়রা অনুশীলন করেছেন। আশা করি খেলোয়াড়রা ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমাদের দল প্রতিযোগিতায় ভালো কিছু করতে পারবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়