প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় বসবাস করেন আফরোজা আক্তার। তার বাবার নাম মোঃ রফিকুল ইসলাম। মায়ের নাম পারভীন বেগম। এক ভাই, তিন বোনের মধ্যে তৃতীয়। পড়াশোনা করছেন চাঁদপুর শহরের লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে। ইতিমধ্যে গোলকিপার হিসেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় চাঁদপুর সদরের হয়ে খেলেছেন।
বর্তমানে দেশে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় নতুন করে আউটার স্টেডিয়ামে ফুটবল অনুশীলন শুরু হয়েছে। আর এই অনুশীলন শুরু হওয়ার পর থেকেই আফরোজা আক্তার নিয়মিত অনুশীলনে ব্যস্ত রয়েছেন। ক্রীড়া প্রতিবেদকের কাছে তিনি বলেন, আমি যখন আমার স্কুলের হয়ে আন্তঃস্কুল ফুটবল খেলতে আসি তখন আমাদেরকে বাছাই করে। এরপর আমার সুযোগ হয় চাঁদপুর সদরের হয়ে গোলকিপারের দায়িত্ব পালন করার। আমি ও ইতিসহ চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমিতে অনুশীলন করতে চলে আসি। এখানে এসে আমাদের ফুটবল কোচ মানিক স্যার ও জাহাঙ্গীর গাজীর তত্ত্বাবধানে অনুশীলন শুরু করি। আমার ইচ্ছা আমি একজন ভালো গোলকিপার হওয়ার। আমি অনেক আগ থেকেই ফুটবলকে ভালোবাসি। তাই একজন ভালো প্রমীলা ফুটবলার হিসেবে খেলতে চাই। খেলাধুলার ক্ষেত্রে আমার বাবা-মা একটু মানা করলেও আমি তাদেরকে বলেছি যে, আমি তোমাদের কোনো সম্মান নষ্ট করবো না। আমি তোমাদের সকল কিছু মেনে নিয়মিত ফুটবল খেলতে চাই। আর একাডেমিতে আসার পর যারা আমাদেরকে অনুশীলন করিয়ে থাকেন তারা আমাদেরকে অনেক বিষয়ে সহযোগিতা করেন। একটি কথা হচ্ছে, আমরা যে অনুশীলন করি তার পাশাপাশি জেলা শহরের বিত্তবানরা যদি আমাদেরকে একটু পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতেন তাহলে আমরাসহ আরো অনেকে খেলাধুলায় উৎসাহ পেতাম। আমি সকলের দোয়া চাই, আমি যেন ভালো একজন গোলকিপার হতে পারি। দলের খেলার ক্ষেত্রে গোলকিপারের অনেক দায়িত্ব থাকে। গোলকিপার তার দলের সকল খেলোয়াড়কে ডেকে ডেকে খেলার মাঠে বল দিয়ে থাকেন। গোলকিপারের অনেক দায়িত্ব রয়েছে দলের জন্য।