প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০০:০০
আনন্দঘন পরিবেশে চাঁদপুর জেলা আইনজীবীদের ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। ফ্যামিলি ডের দুপুরের পর্ব ছিল আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা। রাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন সহ সিনিয়র আইনজীবীগণ।
ক্রীড়া প্রতিযোগিতাগুলো ছিলো সন্তানদের জন্যে (বালক/বালিকা) : এক পায়ে দৌড়, হাড়িভাঙ্গা ও মিউজিক্যাল চেয়ার। দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ জসিমউদ্দীন (২), অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, অ্যাডঃ বিশ্বজিত কর রানা, অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাডঃ মাসুদ রানা, অ্যাডঃ প্রভাস সহ অন্যরা।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে বালকদের এক পায়ে দৌড়ে ১ম অ্যাডঃ মহসিন খানের ছেলে মুহাইমিন, ২য় অ্যাডঃ এমরান হোসেনের ছেলে সাদমান এবং ৩য় অ্যাডঃ ওমর ফারুক টিটু ও অ্যাডঃ শিল্পীর ছেলে সামিত।
মেয়েদের এক পায়ে দৌড়ে প্রথম অ্যাডঃ সালমার মেয়ে ফাবিয়া ইসলাম রিনিতা, ২য় অ্যাডঃ রেজাউল করিমের মেয়ে মরিয়া আকতার ইকরা ও ৩য় অ্যাডঃ জসিমউদ্দীন (২)-এর মেয়ে মাহেরা।
মিউজিক্যাল চেয়ারে ১ম অ্যাডঃ জসিম মেহেদীর সহধর্মিণী ইঞ্জিঃ সৈয়দা ইশরাত ফেরদৌসী, ২য় দীপালী রাণী ভৌমিকের মেয়ে মাধুরী ভৌমিক ও ৩য় অ্যাডঃ ওমর ফারুক টিটুর সহধর্মিণী অ্যাডঃ নিলুফা রেজওয়ানা শিল্পী।
হাড়িভাঙ্গায় একমাত্র পুরস্কার পেয়েছেন তরুণ আইনজীবী আবুল বাশার সুমন।
চাঁদপুর আদালত চত্বরে আইনজীবীদের ফ্যামিলি ডে নিয়ে সভাপতি কামাল উদ্দিন আহমেদ বলেন, আমরা পরিবারের সদস্যদের নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান করতে পেরেছি সকলের সহযোগিতায়। প্রথমবারের মতো পরিবারের সকল সদস্যকে নিয়ে উক্ত আয়োজনে অংশগ্রহণ ছিলো অনেক।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, বছরের একটি দিনে সবাই আমরা একত্রিত হতে পেরেছি। সারাদিনই তো আমরা কর্মব্যস্ততার মধ্যে থাকি। এ অনুষ্ঠানে আমরা সহ সকল পরিবারের সকল সদস্য ভালোভাবেই দিনটি উপভোগ করেছে।