প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে জানুয়ারি মাসে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। চলতি বছরের ২৪ ডিসেম্বর গোপালগঞ্জে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ক্রীড়া অফিসার।
সারা বাংলাদেশে জেলা পর্যায়ের খেলাগুলো শুরু হবে জানুয়ারি মাসে। জাতির পিতার নামে আয়োজিত এ টুর্নামেন্ট উপলক্ষে গত ১৯ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। জেলা পর্যায়ের খেলাগুলো পরিচালিত হবে যৌথভাবে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া অফিসারের সমন্বয়ে।
টুর্নামেন্টের খেলাগুলো সুষ্ঠুভাবে আয়োজন ও পরিচালনার জন্য জেলা কমিটিতে উপদেষ্টা হিসেবে স্থানীয় সাংসদ, জেলা পর্যায়ে পৌরসভার মেয়র ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সম্পৃক্ত থাকবেন।
ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদ সহ সকল অসামাজিক কর্মকাণ্ড হতে বিরত রাখার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়িত হলে এসডিজি অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। এ ছাড়া দেশের তরুণ সমাজের মানসপটে মহান মুক্তিযুদ্ধের চেতনা দৃঢ়ভাবে ধারণ ও বঙ্গবন্ধুর আজীবন লালিত সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার দৃঢ় মনোবল সৃষ্টি হবে। এ আয়োজন অভীষ্ট লক্ষ্য অর্জন করে ভিশন-২০৪১ অর্জনে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। উচ্চ মাধ্যমিক ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এ প্রতিযোগিতা কেবল ছাত্রদের এবং পরবতীতে ছাত্রীদেরসহ অনুষ্ঠিত হবে। জেলার আওতাধীন সকল উচ্চ মাধ্যমিক ও সমপর্যায়ের আগ্রহী প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এ টুর্নামেন্টের খেলাসমূহ জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল জেলার প্রতিনিধি হিসেবে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে।
এ টুর্নামেন্টে কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থীরা খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করতে পারবে। কোনো অনিয়মিত শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। এ টুর্নামেন্টে একটি প্রতিষ্ঠান থেকে ২৫ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে।
জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম বলেন, আমরা চাঁদপুর জেলায় জানুয়ারি মাসে এ টুর্নামেন্টের আয়োজন করবো। আশা করি, একই মাসে টুর্নামেন্টের ফাইনাল শেষ করবো। ইতোমধ্যে খেলা নিয়ে বিভিন্ন কলেজের সাথে আলোচনা চলছে।