প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ০০:০০
ঢাকায় মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে চাঁদপুর সোনালী অতীত ক্লাব। আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুরে এ টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।
দীর্ঘ ৪২ বছরের ঐতিহ্যবাহী সোনালী অতীত ক্লাব বাংলাদেশ। এ ক্লাবের আয়োজনে সারাদেশের ১৯৭০, ১৯৮০ ও ১৯৯০ দশকের তারকা খেলোয়াড়দের নিয়ে গঠিত জেলা ভিত্তিক সোনালী অতীত ক্লাব ফুটবল দলগুলোর অংশগ্রহণে মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ আয়োজন করা হয়েছে।
ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের ১২টি দল। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর জন্যে রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ২৫ হাজার টাকা। টুর্নামেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সাবেক ফুটবলার শেখ মোঃ আসলাম।
সোনালী অতীত ক্লাব চাঁদপুর দলের অনুশীলনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ক্লাবের সভাপতি মনোয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সহ-সভাপতি মনোরঞ্জন পাল, সাংগঠনিক সম্পাদক বোরহান খান, সহকারী কোষাধ্যক্ষ রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন, সদস্য জিন্নাহ ও ফারুক।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে : সোনালী অতীত ক্লাব বাংলাদেশ, সোনালী অতীত ক্লাব চট্টগ্রাম, সোনালী অতীত ক্লাব রংপুর, সোনালী অতীত ক্লাব চাঁদপুর, সোনালী অতীত ক্লাব বরিশাল, সোনালী অতীত ক্লাব খুলনা, সোনালী অতীত ক্লাব যশোর, সোনালী অতীত ক্লাব সিলেট, সোনালী অতীত ক্লাব রাজশাহী, সোনালী অতীত ক্লাব বগুড়া, সোনালী অতীত ক্লাব মুন্সিগঞ্জ ও সোনালী অতীত ক্লাব ফেনী।
ঢাকায় খেলা উপলক্ষে সোনালী অতীত ক্লাব চাঁদপুরের দলের খেলোয়াড়রা গতকাল মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করেছেন। অনুশীলনে ক্লাবের সাবেক ফুটবলাররা অংশ নিয়েছেন। অনুশীলন শুরুর পূর্বে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক খেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।