প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
ঢাকায় বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় (বঙ্গবন্ধু ৩য় ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টস চ্যাম্পিয়নশীপ) ক্রিকেট টুর্নামেন্টে খেলছেন চাঁদপুরের ফরিদগঞ্জের সাদ্দাম হোসেন। এর আগেও সাদ্দাম হোসেন চাঁদপুরের হয়ে প্রথম বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে খেলেছেন সাবেক বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ডেভ হোয়াটমোরের নেতৃত্বে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টে তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটির ক্রিকেট দলে অলরাউন্ডার হিসেবে নিয়মিত খেলছেন। দলের অধিনায়ক হিসেবে প্রতিটি ম্যাচেই খেলেছেন ওপেনার হিসেবে।
ফরিদগঞ্জ উপজেলার কাছিয়ারা এলাকার সাদ্দাম হোসেন এই টুর্নামেন্টে একই বিশ্ববিদ্যালয়ের হয়ে তৃতীয়বারের মতো খেলছেন। একজন ডানহাতি ব্যাটসম্যান হিসেবে দলের হয়ে মূল একাদশেই নিয়মিত খেলে যাচ্ছেন। তিনি চাঁদপুর স্টেডিয়ামে চলমান বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনা কমিটির সমন্বয়ক ও ট্রেজারারের দায়িত্বে রয়েছেন। নিরলসভাবে কাজ করেছেন টুর্নামেন্টে। কখনও টুর্নামেন্টের পরিচালনার দায়িত্বে, কখনও খেলার লাইভ চলাকালে ধারাভাষ্যকার হিসেবে দেখা গেছে। আবার টুর্নামেন্টের একটি দলের হয়েও মাঠে নেমেছেন। ঢাকার মাঠে বিভিন্ন দলের হয়ে বিভিন্ন সময়ে খেলে যাচ্ছেন এই অলরাউন্ডার। একজন পরিশ্রমী ক্রিকেটার হিসেবে রয়েছে তার পরিচিতি। ব্যাটিং করেন ওয়ানডাউনে। যখন যে দলের কিংবা ক্লাবের হয়ে খেলেন চেষ্টা করেন ক্রীড়ামোদী দর্শকদের মন জয় করতে। খেলার মাঠে থেকেই দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন জাতীয় দলের হয়ে খেলার লক্ষ্যে।
গত ২৪ শে সেপ্টেম্বর সন্ধ্যায় মুঠোফোনে এ ক্রিকেটারের সাথে আলাপকালে তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত এ টুর্নামেন্টে তিনি নিয়মিতই খেলছেন। এবারের টুর্নামেন্টে তার দল স্টামফোর্ড ইউনিভার্সিটিসহ দেশের ৭৮টি দল অংশ নিয়েছে। খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদপুর ইউল্যাব মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পুর্বাচল গ্রীন ইউনিভার্সিটির মাঠে। তার দল সেমি-ফাইনাল পর্যন্ত উঠে। সেমি-ফাইনালে তার দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে হেরে যায়। টুর্নামেন্টের ৩য় স্থান নির্ধারণী ম্যাচ ২৮শে সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। তার দল স্টামফোর্ড ইউনিভার্সিটি খেলবে ওই ম্যাচে গ্রীন ইউনিভার্সিটি দলের সাথে।
ঢাকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তার দল ৫ ম্যাচে অংশ নেয়ার সুযোগ পায়। এর মধ্যে ৪টি ম্যাচের খেলা হলেও একটি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা করা হয়। ৪ ম্যাচেই মূল একাদশের হয়েই মাঠে নেমেছেন। তার প্রতিপক্ষ দলগুলো ছিলো সাউথ-ইস্ট ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি। ৪ ম্যাচে ব্যাট হাতে করেছেন ১৪২ রান ও ২ ম্যাচে বল করে পেয়েছেন ২টি উইকেট।