শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ০০:০০

চাঁদপুর স্টেডিয়ামে ক্রিকেটের দুটি পিচ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এর মধ্যে চাঁদপুর জেলা ক্রিকেট লীগ, প্রিমিয়ার ক্রিকেট লীগ, বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ও স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এবং গণমাধ্যমকর্মীদের ক্রিকেট ম্যাচ। এছাড়াও খেলা হয়েছে সাবেক ক্রিকেটারদের বিভিন্ন প্রীতি ক্রিকেট ম্যাচ।

চাঁদপুর স্টেডিয়ামে ক্রিকেটের সব ম্যাচই অনুষ্ঠিত হয়েছে একটি মাত্র ক্রিকেট পিচে। এবারই বিসিবি কাউন্সিল টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে চাঁদপুর স্টেডিয়াম মাঠে ক্রিকেটের দুটি পিচ করা হয়েছে। এবার নতুনভাবে সংযোজন করা হয়েছে নতুন ক্রিকেট পিচ। এই পিচে জাতীয় ক্রিকেটার সহ বিদেশী যেকোনো ক্রিকেটারই খেলে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। জাতীয় মানের যে সমস্ত বোলার ও ব্যাটসম্যান বুট কোয়ালিটি কেডস্ পরে খেলতে নামেন তাদের জন্যেই এই ব্যবস্থা করেছেন আয়োজকরা।

চাঁদপুর স্টেডিয়ামে ২ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলা সহ দেশের বিভিন্ন জেলার ২৪টি দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু হচ্ছে। চাঁদপুরের ক্রীড়াঙ্গনের ইতিহাসে জাতীয় ক্রিকেটার সহ তারকামানের নির্ভরযোগ্য দলগুলোকে নিয়েই এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনের খেলা থেকে দলগুলোতে জাতীয় দলের ক্রিকেটারগণ খেলবেন বলে আয়োজকরা এ প্রতিবেদককে জানিয়েছেন।

টুর্নামেন্টের আয়োজক ও জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার সাদ্দাম হোসেন ও সাবেক ক্রিকেটার রাফসান জানির সাথে আলাপকালে তারা জানান, ১টি ক্রিকেট পিচে স্পাইক এলোও সম্ভব ছিলো না। সুন্দরভাবে টুর্নামেন্টে যাতে দেশের জাতীয় দলের ক্রিকেটার সহ অন্য দলের খেলোয়াড়রা খেলে যাতে ভালো কিছু করতে পারে সেজন্যেই আমরা পাশাপাশি দুটি ভালো ক্রিকেটের পিচ করেছি। আর দুটি পিচ করার অর্থ হলো এই যে, একটি দল যদি একটি পিচে খেলে তাহলে আরেকটি দল আরেকটি পিচে খেলতে পারবে। এছাড়া দিনে যদি দুটি খেলার আয়োজন করা হয় তাহলে দুটি পিচে খেলা চালানো সম্ভব। আমরা চাই, এ জেলাতে যেনো এ টুর্নামেন্টটি সুন্দরভাবে শেষ করা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়