শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ০০:০০

ফরিদগঞ্জের বড়ালীতে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
শামীম হাসান ॥

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার ৪নং পূর্ব বড়ালীতে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।

২২ শে জুলাই শুক্রবার বিকেলে পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘ আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের সহ-সভাপতি নূরে আলম ভুট্টোর সভাপতিত্বে ও সংগঠনের ক্রীড়া সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব শাহাজান কবির।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের আয়োজনে প্রতি বছর এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি খেলোয়াড় ও সংগঠকদের আশ্বস্ত করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা পাবেল হোসেন পাটোয়ারী, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন মিজি ও ফরিদগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ বরকত উল্লাহ।

শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে মধ্য সাহাপুর একতা যুব সংঘকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে এবারের আসরের চ্যাম্পিয়ন হয় ১০নং গোবিন্দপুর ইয়াং স্টার ক্লাব। অনুষ্ঠানে পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের পরিচালকবৃন্দ ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়