শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ০০:০০

৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে জেলা ক্রীড়া সংস্থার অংশগ্রহণ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০২২-এর প্রতিযোগিতায় অংশ নিয়েছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। এ প্রতিযোগিতায় চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থাসহ দেশের বিভিন্ন জেলার ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্লাব এবং অন্য দলগুলো অংশ নিয়েছে। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষে একক ও দ্বৈতে প্রতিনিধিত্ব করছেন নিলয় মিশ্র ও সাইয়েদুল ইসলাম জিসান।

গত ২৪ জুলাাই ঢাকা শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন যুব ও ক্রীড়ামন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। প্রতিযোগিতার আয়োজনে রয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন।

চাঁদপুর জেলা দলের হয়ে ২৪ জুলাই এককে অংশ নেন নিলয় ও জিসান। নিলয় কক্সবাজার জেলার ইফরানের সাথে অংশ নেন। নিলয় ৩-০ সেটে জয়লাভ করেন। অপর খেলায় এককে মাদারীপুরের একেএম রাশেদের সাথে জিসান ২-০ সেটে জয়লাভ করেন। প্রথম রাউন্ডেই চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার দু’ব্যাটমিন্টন খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে উঠে। সোমবার চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা দ্বৈতে অংশ নেন নড়াইল জেলা দলের সাথে। ওই ম্যাচে চাঁদপুর জেলা দল ২-০ সেটে জয়লাভ করেন। আজ মঙ্গলবার একই ভেন্যুতে সকালে দৈত খেলায় চাঁদপুর জেলা দল বাংলাদেশ পুলিশের সাথে অংশ নেবেন।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান, জেলার সেরা দু ব্যাডমিন্টন খেলোয়াড়কে ঢাকায় জাতীয় প্রতিযোগিতায় পাঠানো হয়েছে। তারা দুজনই ভালো খেলোয়াড়। আশা করি তারা দুজনই ভালো খেলা উপহার দিবে।

নিলয় ও জিসানের সাথে এ প্রতিবেদকের মুঠোফোনে আলাপকালে তারা জানান, আমরা নিজ নিজ এককের খেলায় জয়লাভ করেছি। আশা করি দ্বৈতেও আমরা ভালো খেলা উপহার দিতে পারবো। আমরা যেনো ভালো খেলা উপহার দিতে পারি সেজন্যে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়