প্রকাশ : ২২ জুন ২০২২, ০০:০০
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ঢাকায় বিসিবি একাডেমি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমি। আজ ২২ জুন বুধবার মিরপুর সিটি ক্লাব মাঠে ‘বি’ গ্রুপের হয়ে নেত্রকোনার মুখোমুখি হবে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির খেলোয়াড়রা।
তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন প্রান্তে অনেকদিন আগেই শুরু হয়েছিল বিসিবি একাডেমী কাপ ক্রিকেট। দেশের বিভাগওয়ারী জেলাগুলোর একাডেমিক দলগুলো এতে অংশ নিয়েছিলো। চাঁদপুরের দলটি সোমবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে এর আগে অনুষ্ঠিত জেলা দলগুলোর সাথে নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে অংশ নিয়েছিলো ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির দলটি। ওই পর্বে দলগুলোর সাথে জয়লাভ করার ফলে ঢাকায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে।
মিরপুর সিটি ক্লাব মাঠে ক্লেমন ক্রিকেট একাডেমির সাথে একই গ্রুপে অংশ নেয়া অন্য দলগুলো হলো : ঝালকাঠি ক্রিকেট একাডেমী, খুলনা ক্রিকেট একাডেমী, টাঙ্গাইল স্পোর্টস একাডেমী, ক্রিকেট একাডেমী সিরাজগঞ্জ, গার্লস এন্ড বয়েজ ক্রিকেট একাডেমী গোপালগঞ্জ, ঢাকা মেট্রো ক্রিকেট একাডেমী ও নীলফামারী রাইজিং ক্রিকেট একাডেমী।
ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীর খেলোয়াড়রা হলেন-তারেকুর রহমান, আশরাফুল ইসলাম আশিক, অনুরাগ মিত্র, রাকিবুল হাসান, ফরহাদ বেপারী, নাসির আহমেদ, তানভীর আহমেদ, সিয়াম, শাকিল আহমেদ, আবদুল মোতালেব, আজহারুল ইসলাম, সাইদ হোসেন অমি, আয়মন ও মেহেদী হাসান। দলের অফিসিয়াল হচ্ছেন শামিম ফারুকী, কোচ পলাশ কুমার সোম, সহকারী কোচ রাজন চৌধুরী।
ক্লেমন ক্রিকেট একাডেমী চাঁদপুরের প্রতিষ্ঠাতা শামিম ফারুকী এ প্রতিবেদককে জানান, ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমি বিভাগীয় পর্যায়ে বিসিবি একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগে রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিভাগীয় পর্যায়ের খেলা ডিসেম্বর-২০২১ মাসে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে এবং কুমিল্লা ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিসিবির অন্যান্য টুর্নামেন্টের ব্যস্ততার কারণে এতোদিন চূড়ান্ত পর্বের খেলা শুরু করতে পারেনি। গতকাল ২১ জুন থেকে চূড়ান্ত পর্বের খেলা শুরু হয়েছে। আজ ২২ জুন ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীর খেলা নেত্রকোনা ক্রিকেট একাডেমীর সাথে অনুষ্ঠিত হবে। স্বল্প সময়ের নোটিশে এবং বিনা প্রস্তুতিতে আমাদেরকে এই খেলায় অংশগ্রহণ করতে হচ্ছে বিধায় আমি জোর দিয়ে কিছু বলতে পারছি না। কিন্তু যেহেতু চাঁদপুর ক্রিকেট লীগ চলমান ছিলো, তাই খেলোয়াড়রা কিছুটা অনুশীলনে ছিলো। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো, যাতে খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ ক্রীড়াশৈলী প্রদর্শন করে জেলার এবং ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির মান-সম্মান অক্ষুণ্ন রাখতে পারে। জেলাবাসীর কাছে আমরা দোয়াপ্রার্থী, যেনো খেলোয়াড়রা ভালোমতো খেলতে পারে।