প্রকাশ : ০৭ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ফিরতি খেলাগুলো আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু বলেন, চলতি সপ্তাহের বৃহস্পতিবার কিংবা শুক্রবার শুরু না হলেও আগামী সপ্তাহে লীগের প্রথম পর্বের খেলাগুলোা শুরু হবে।
গোলাম মোস্তফা বাবু আরো জানান, রোববার বিকেলে আমরা চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (নবাগত) কামরুল হাসান মহোদয়ের সাথে দেখা করেছি এবং খেলাধুলার ব্যাপারে আলোচনা করেছি। তিনি সহসাই খেলা শুরু হওয়ার তারিখ জানিয়ে দিলে আমরা অংশ নেয়া দলগুলোকে নিয়ে ফিরতি পর্বের খেলাগুলো শুরু করে দিবো। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ ক্রিকেটারগণ উপস্থিত ছিলেন।
গত ৯ মার্চ জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ৮টি ক্লাবকে নিয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের প্রথম রাউন্ডের খেলা ৯ মার্চ ক্রিকেট কোচিং সেন্টার ও শেখ রাসেল ক্রীড়াচক্রের মধ্যকার খেলা দিয়ে শুরু হয়েছিলো। মাত্র ৫টি ম্যাচ শেষ হওয়ার পর ৬ষ্ঠ ম্যাচে আবাহনী ক্রীড়া চক্র ও ভাই ভাই স্পোর্টিং ক্লাবের খেলার মাধ্যমে প্রথম রাউন্ডের খেলা বন্ধ হয়ে যায়। প্রথম রাউন্ডের আরো ৬টি খেলা বাকি ছিলো। খেলার ফিকশ্চার অনুযায়ী ক্রিকেট কোচিং সেন্টার বনাম চাঁদপুর ক্রিকেট একাডেমী, আবাহনী ক্রীড়া চক্র বনাম নিতাইগঞ্জ ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম চাঁদপুর ক্রিকেট একাডেমী, চাঁদপুর ইয়ুথ ক্লাব বনাম ভাই ভাই স্পোর্টিং ক্লাব, উদয়ন ক্লাব বনাম ক্রিকেট কোচিং সেন্টার, নিতাইগঞ্জ ক্রীড়া চক্র বনাম চাঁদপুর ইয়ুথ ক্লাবের মধ্যকার খেলা দিয়ে প্রথম রাউন্ডের শেষ খেলা হওয়ার কথা ছিলো।
জানা যায়, ওই সময়ে দায়িত্বপ্রাপ্ত জেলা ক্রীড়াসংস্থার প্রধান খেলার চেয়ে নির্বাচনের বিষয়ে প্রাধ্যন্য দেয়ার কারণে চলতি লীগের খেলাগুলো বন্ধ হয়ে যায়। এছাড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খেলা চলাকালীন মাঠে মেলা শুরু করার কারণে অংশ নেয়া অনেক ক্লাবই ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে জেলা ক্রীড়া সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হওয়ার পর ক্রীড়াবান্ধব নবাগত জেলা প্রশাসক চাঁদপুরে যোগদান করায় খেলোয়াড়রাও গত ক’দিন ধরে অনুশীলন করে যাচ্ছেন। যদিও অংশ নেয়া দলগুলোর অনেক ক্রিকেটারই আউটার স্টেডিয়ামে অনুশীলন করতো। সেখানে মাসব্যাপী নতুন করে মেলা শুরু হওয়ার কারণে ক্রিকেটারদেরকে বাধ্য হয়েই চাঁদপুর স্টেডিয়ামে অনুশীলন করতে হচ্ছে।
প্রিমিয়ার ক্রিকেট লীগের খেলা উপলক্ষে মাঠের পিচের কাজসহ মাঠের ঘাস কাটারও কাজ শুরু হয়েছে। রোববার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোতালেব সকল কিছুই তত্ত্বাবধান করছেন। ক্রিকেটাররা চাচ্ছেন নিয়মিত যেনো চাঁদপুর স্টেডিয়ামে খেলাধুলা হয়।