শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ মে ২০২২, ০০:০০

মাঠে রাইটব্যাকের একজন ভালো খেলোয়াড় হতে চাই
অনলাইন ডেস্ক

অনেকদিন ধরেই চাঁদপুরের মাঠের সাথে জড়িয়ে পড়েছে। স্কুল ছুটি হলে কিংবা বন্ধ থাকলে খেলার অনুশীলনের নির্ধারিত সময়েই মাঠে চলে আসে। তার স্বপ্ন একজন ভালো ফুটবলার হওয়া। ফুটবল খেলায় অনেক পজিশন থাকলেও তার লক্ষ্য খেলার মাঠে রাইটব্যাকের একজন ভালো খেলোয়াড় হওয়া। কথাগুলো বলেছেন চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমীতে অনুশীলনকারী প্রমীলা ফুটবলার হামিদা আক্তার সুমাইয়া। সে পড়াশোনা করে আক্কাছ আলী হাইস্কুলের ৭ম শ্রেণীতে। তার বাবার নাম মরহুম আমজাদ হোসেন। মা তাসলিমা বেগম ও পরিবারের অনন্য সদস্যদের সাথে বসবাস করে চাঁদপুর শহরের বড়স্টেশন জিআরপি কলোনীতে।

ক্রীড়াকণ্ঠের প্রতিবেদক চৌধুরী ইয়াসিন ইকরামের সাথে আলাপচারিতায় তিনি বলেন, আমি ৩ বছর ধরে এই একাডেমীতে অনুশীলন করছি। সাবেক ফুটবলার জাহাঙ্গীর গাজীর তত্ত্বাবধানেই অনুশীলন করে যাচ্ছি। এছাড়া বিভিন্ন সময় সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক কাকাও বিভিন্ন পরামর্শ দেন। এই একাডেমীর বেশ ক’জন ফুটবলার আমাদের সাথে ঢাকা বিকেএসপিতে সুযোগ পেয়েছেন। আমি নিয়মিত অনুশীলন করছি। যদি সবসময় স্টেডিয়াম মাঠে অনুশীলন করতে পারতাম তাহলে ভালোই হতো।

এর আগে আক্কাছ আলী একাডেমী থেকে সুমাইয়া বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবলে অংশ নিয়ে ২টি ম্যাচ খেলেছে। সে যেনো ভালো প্রমীলা ফুটবলার হতে পারে এবং ফুটবল অনুশীলনে যেনো ক্রীড়া সংগঠকদের পৃষ্ঠপোষকতা পায় সে জন্যে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়