প্রকাশ : ২৫ মে ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত চাঁদপুর স্টেডিয়াম। তার পাশেই রয়েছে আউটার স্টেডিয়াম। দুটির দেখাশোনার দায়িত্বে রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। এর মধ্যে স্টেডিয়ামের ভেতরে যদিও কিছুটা পরিচর্যার মধ্যে থাকে, এর ব্যতিক্রম কিন্তু আউটার স্টেডিয়াম। জেলার মূল স্টেডিয়ামের গেটটি বন্ধ থাকলে অনুশীলনরত ফুটবলার কিংবা ক্রিকেটারগণ অনুশলীন করেন আউটার স্টেডিয়ামে। আর জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ যখন অনুশলীনকারীদের জন্যে মাঠ উন্মুক্ত করেন তখন পুরো স্টেডিয়ামের প্রতিটি অংশ জুড়েই খেলোয়াড়দের দেখা যায়। তেমনি চাঁদপুরে দুটি ফুটবল একাডেমীর মধ্যে চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমীর প্রমীলা ফুটবলারগণ স্টেডিয়ামেই গত ক’দিন ধরে অনুশীলন করছেন। গত সপ্তাহের বৃহস্পতিবার বিকেলে অনুশীলন চলাকালে একাডেমীর ফুটবলারদের সাথে তাদের খেলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপচাতিায় ক্রীড়াকণ্ঠের সাথে তুলে ধরে তাদের প্রতিক্রিয়াগুলো। নিচে পাঠকদের জন্যে হুবহু তুলে ধরা হলো।