প্রকাশ : ২৫ মে ২০২২, ০০:০০
ফরমার ক্রিকেটার্স অব চাঁদপুর (এফসিসি)-এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ৫ মে এ কমিটির অনুমোদন দেয়া হয়। চাঁদপুর জেলার সাবেক ক্রিকেটারদের নিয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান পৃষ্ঠপোষক হলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, ক্রীড়া সংগঠক ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। কমিটিতে উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন ১৯ জন। কমিটির সভাপতি রোটাঃ শেখ মোঃ মঞ্জুরুল কাদের সোহেল, সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার (সুখন) ও সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ বিশ্বজিত কর রানা।
কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন : খন্দকার মজিবুর রহমান, গোলাম মোস্তফা বাবু, জিল্লুর রহমান জুয়েল, সমর দাস, সুখরঞ্জন মজুমদার, মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ার হোসেন, রতন সাহা, জিএম আজিজ, হারাধন ঘোষ, হুমায়ন কবির, বোরহান খান, সৈয়দ শামীম আক্তার ফারুকী, সুভাষ চন্দ কর, অ্যাডঃ সাইয়েদুুল ইসলাম বাবু, মিজান বেপারী, নজরুল ইসলাম পিন্টু, ভিক্টর পার্থ সরকার ও অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান।
এফসিসির কার্যকরী কমিটির অন্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী ভুট্টু, কাজী সেলিম আহমেদ টুমু, সহ-সভাপতি হাসান আল জায়েদ রিফাই, অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ, গাজী আলমগীর, ফয়সাল হোসেন বাহার, সফিউল আজম রাজন, শাহেদুল হক মোর্শেদ, মেজবাহ উদ্দিন সুমন, আশরাফুজ্জামান লিন্টু, রনজিত রায় সানি, পার্থ প্রতিম দে নিটুল, লক্ষ্মী নন্দী দিপু, আসাদুজ্জামান শাহরিয়া, ফেরদৌস মোর্শেদ জুয়েল, সাঈদ আফানুর আরজু, হিমানিস সরকার হিমু, নাজিম উদ্দিন সরকার শরীফ, মোস্তফা আনোয়ার; যুগ্ম সাধারণ সম্পাদক : মোঃ জিল্লুর রহমান, রিপন কর্মকার, গাউসুল আলম, মোস্তাফিজুর রহমান তুহিন, শাহজালাল টিংকু, সাফায়েত আহম্মেদ রুমি, হুমায়ন কবির খোকন, বাকি বিল্লাহ মুন্না, মাজহারুল ইসলাম শিমুল, হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, জানে আলম শাওন গ্যারি, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম ও আনিসুল কবীর সুমন; সহ-সাধারণ সম্পাদক : মাহতাব উদ্দিন রাসেল, ইসমাইল খান, আব্দুল মবিন জনি, গোপাল তালুকদার, সোলেমান হোসেন, মহসিন পাটওয়ারী, অনিক হাসানাত শোভন, আসিফ ইকবাল করিম শান্ত, কেশোয়ার পারভী মজুমদার, শাহ জামিল রুশু, ওবায়েদুল গনি, ফজলে রাব্বি, সুমন দাস ও নিয়ামুল করিম পলাশ; সহ-সাংগঠনিক সম্পাদক : কামরুল ইসলাম, ফারুক হোসেন মজুমদার ও মাহমুদুল হাসান শুভ; কোষাধ্যক্ষ : ফিজিও তানভীর আহমেদ আরিফ; দপ্তর সম্পাদক : তোফায়েল কাজী সবুজ; সহ-দপ্তর সম্পাদক : আমিনুজ্জামান খান বাপ্পি; ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ; সহ-ক্রীড়া সম্পাদক ইমন সরকার; অর্থ সম্পাদক সুমন সরকার জয়; সহ-অর্থ সম্পাদক মোবাশে^র হাসান শাকিল; প্রচার সম্পাদক কামাল হোসেন; সহ-প্রচার সম্পাদক আবু ইউসুফ তালুকদার মানিক; সমাজসেবা সম্পাদক : রাকিবুল ইসলাম, সহ-সমাজসেবা সম্পাদক মোঃ মাইনুদ্দিন; আপ্যায়ন সম্পাদক আবুল বারাকাত লিজন পাটওয়ারী; সহ-অ্যাপায়ন সম্পাদক : মসিউর রহমান মানিক; সাংস্কৃতিক সম্পাদক আলী আফসার বাবু ও সহ-সাংস্কৃতিক সম্পাদক মিঠুন দাস; প্রবাসীকল্যাণ ও সমন্বয় কমিটি : মোস্তফা হোসেন মুকুল (আমেরিকা), জাহাঙ্গীর আলম বেদন (কানাডা), কামরুজ্জামান রাসেল (আমেরিকা), শেখ মোঃ মোক্তার (ইটালী), হাসান জামিল চৌধুরী (স্পেন), সুব্রত কুমার পাল (আমেরিকা), বিভাস চন্দ্র কর মন্ট্রিল (ইটালী), সুমন (আমেরিকা), সাখাওয়াত হোসেন মিল্টন (আমেরিকা), সাজ্জাত হোসেন সৈকত (স্পেন), সজল মাহমুদ (ইটালী), তৌহিদুল ইসলাম বাবু (আমেরিকা), সাব্বির হাবিব জিকো (আমেরিকা) ও মোঃ তাইফ (আমেরিকা)।
কার্যকরী সদস্য : এসএম মুজিবুল হক রাসেল, সাইফুল ইসলাম সুমন, আব্দুর রাজ্জাক সরদার, নজরুল ইসলাম, জামিরুল হক বিপুল, মজিদ কামাল ফয়সাল, প্রদীপ সাহা, সুব্রত মজুমদার শিবু, ফখরুদ্দিন আহমেদ রিয়াজ, শাহজাহান কবির খোকা, এহসানুল হক পিটুল, মিজানুর রহমান, মসিউর রহমান শামিম, আরমান হোসেন মিঠু, জুলফুর রহমান, মধুসূদন দাস, বাবর আতিক বাবু, জিএম আরিফুর রহমান, হোসেন গাজী, আনিসুর রহমান মিথুন, কামাল পাশা, মনসুর আহমেদ বিদ্যুৎ ও শেখ মোহাম্মদ মোতালেব।