প্রকাশ : ১৯ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার খেলাগুলোতে অংশ নেয় জেলা শহরের ৪টি স্কুল। ১৬ এপ্রিল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের মাধ্যমে জেলা শহরভিত্তিক স্কুল ক্রিকেটের প্রতিযোগিতা ইলিশের নগরীতে শেষ হয়। ফাইনাল ম্যাচে অংশ নিয়েছিলো চাঁদপুরের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান গণি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয় ( মডেল হাই স্কুল) ও আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ। প্রতিযোগিতায় গণি স্কুল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও ব্যবস্থাপনায় স্কুল ক্রিকেটের এ প্রতিযোগিতায় অংশ নেয়া ৪টি স্কুল ছাড়াও জেলা শহরের বেশ ক'টি স্কুলের ক্রিকেটারগণও খেলেন।
ফাইনাল ম্যাচ চলাকালে দেখা গেছে, আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের হয়ে খেলতে নেমেছিলেন চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার জমজ দুভাই। এরা হলেন ইনজামামুল হক ও মোঃ শহীদ আফ্রিদী।
ফাইনাল ম্যাচে এই দুই জমজ ভাই ব্যাটিং ক্রিজে একসাথে বেশ কিছুক্ষণ জুটি বেঁধে দলকে রানের দিক দিয়ে এগিয়ে নিয়েছিলেন। এদের মধ্যে ইনজামামুল হক ৪২ ও শহীদ আফিদ্রী ১৫ রান করেন। এরা দুজনেই ইতোমধ্যে চাঁদপুর জেলার অনূর্ধ্ব ১৬ দলের হয়ে জেলার বাইরেও ক্রিকেট খেলেছেন। আর আফ্রিদী সবশেষ চলতি মাসে চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব ১৬ দলের হয়ে লালমনিরহাট ও রংপুরে ক্রিকেট গার্ডেনে খেলে এসেছেন।
আল আমিন একাডেমী ক্রিকেট দলের সদস্য এবং একই স্কুলে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ইনজামাম ও আফ্রিদীর সাথে এ প্রতিবেদকের আলাপকালে তারা জানান, সপ্তম শ্রেণিতে পড়াবস্থায়ই তাদের বড় ভাই শোয়েব তাদেরকে ক্লেমন ক্রিকেট একাডেমী চাঁদপুর-এ ভর্তি করিয়ে দেন। তার বাবার নাম আনোয়ার হোসেন এবং মায়ের নাম শাহনারা বেগম। তার বাবা পেশায় একজন দিনমজুর। তারা বসবাস করেন চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকাস্থ দেওয়ান বাড়িতে।
এ প্রতিবেদকের কাছে তারা বলেন যে, আমাদের বাবা ও মা আমাদের খেলার ব্যাপারে অনেক সহযোগিতা ও উৎসাহ দিয়ে থাকেন। আর বড়ভাই আমাদের সকল কিছুতেই সহযোগিতা করেন। এছাড়া আমরা আমাদের একাডেমীর বড় স্যার ও ক্রিকেট কোচ শামিম ফারুকী স্যারের উৎসাহের কারণেই খেলাধুলা অব্যাহত রাখতে পারছি।
এ প্রতিবেদকের সাথে তার বড় ভাই শোয়েব মুঠোফোনে আলাপকালে বলেন, আমার জমজ দুভাই যেনো নিয়মিত ভালো ক্রিকেট খেলতে পারে এ জন্যে আপনাদের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি। আমি চাই, আমার এই জমজ দুভাই খেলাধুলার সাথে নিয়মিত জড়িত থাকুক।