সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০

নড়াইলে আজ মেহেরপুরের মুখোমুখি চাঁদপুর জেলা ক্রিকেট দল
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

প্রথম ম্যাচে মাত্র ১৯ রানের জন্য গাজীপুর জেলার সাথে হেরে যায় চাঁদপুর জেলা ক্রিকেট দল। নড়াইল স্টেডিয়াম মাঠে রোববার প্রথম ম্যাচে অংশ নিয়েছিল চাঁদপুর জেলা ক্রিকেট দলটি। তারা গাজীপুরের সাথে রানের ব্যবধানে হেরেছে। ৫ এপ্রিল চাঁদপুর দলটি ২য় ম্যাচে খেলতে নামবে শক্তিশালী মেহেরপুর জেলা ক্রিকেট দলের সাথে। আজকের ম্যাচে যদি চাঁদপুর জেলা দলটি হেরে যায় তাহলে ৪০তম জাতীয় ক্রিকেট লীগের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হবে। যদিও পরবর্তীতে পঞ্চগড় জেলার সাথে তাদের একটি ম্যাচ বাকি থাকবে। অপরদিকে যদি আজকের ম্যাচটি রানের কিংবা উইকেটের ব্যবধানে জয়ী হতে পারে তাহলে টুর্নামেন্টের ২য় পর্বে খেলার সুযোগ পেতে পারে ম্যাশের (মাশরাফি বিন মুর্তজা) জেলাতে যাওয়া চাঁদপুর দলটি।

জেলা দলের কর্মকর্তাদের সাথে রোববার রাতে মুঠোফোনে আলাপকালে তারা জানান, প্রথমে ব্যাট করে গাজীপুর জেলা ২৮৪ রান করে। চাঁদপুর ২৮৫ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। কিন্তু জয়ের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছার আগেই দলের সবক’টি উইকেট হারিয়ে ফেলে। এবারের চাঁদপুর জেলা দলটি ঢাকার নিয়মিত ক্রিকেট লীগে অংশ নেয়া চাঁদপুর জেলার ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয়েছে। এর মধ্যে এবার দেখা গেছে যে, জেলা দল গঠনকল্পে চাঁদপুরের ২টি একাডেমীর কয়েকজন ক্রিকেটারকেও নেয়া হয়েছে। দলীয় কোচের ক্ষেত্রে নেয়া হয়েছে দু একাডেমীর দুজনকে। তারপরও প্রথম ম্যাচে গাজীপুরের সাথে হেরেছে দলটি।

নড়াইলে যাওয়া দলটির মাঝে ৩১ মার্চ বিকেলে জার্সি উন্মোচন ও খেলোয়াড়দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ক্রিকেট উপ-কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। তিনি ওই সময় খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলায় যেনো ডিসিপ্লিন থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে। আমাদেরকে সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে। দলের ম্যানেজার ও কোচ যেভাবে নির্দেশনা দিবেন সেভাবে সকল খেলোয়াড় তা মেনে চলবেন। চ্যাম্পিয়ন না হয়েও যেন ফেয়ার প্লে ট্রফিটা চাঁদপুরে আসে। এখান থেকেই ভালো খেলোয়াড় জাতীয় পর্যায়ে পৌঁছাবে। আমার বিশ্বাস, সকলে ভালো খেলে চাঁদপুরের মুখ উজ্জ্বল করবে। সবাই মিলে চাঁদপুরের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত রাখবো।

জার্সি উন্মোচনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া কর্মকর্তা তারিকুল ইসলাম, ক্রিকেট উপ-কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল মোতালেবসহ ক্রিকেট টিমের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।

চাঁদপুর জেলা ক্রিকেট দল : অধিনায়ক মাসুদ, সহ-অধিনায়ক ফজলে রাব্বি, সাদ্দাম, মেহেদী, হীরা, তোফায়েল, ইউনুস, রনি (উইকেট কিপার), কবির, জিসান, সবুজ, রবিন (উইকেট কিপার), সাকিব, শাখাওয়াত, সাইফুদ্দিন ও তনয়। প্রধান কোচ নজরুল ইসলাম (ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমী), সহকারী কোচ মোশারফ বাবু (শেখ কামাল একাডেমী)। টিম ম্যানেজার সাইফুল ইসলাম সুমন ও ট্রেইনার রাসেল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়