প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০০:০০
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বেশ কিছু শহরে ঢুকে পড়েছে রুশ সেনারা। দখলে নিয়েছে বিভিন্ন শহর। ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনে কঠিন সময় পার করছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাসের হুসেইন!
কারণ তিনি দেখতে অনেকটা রুশ প্রেসিডেন্ট পুতিনের মতো। সেজন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও সাবেক ক্রিকেট তারকা ও বর্তমান ধারাভাষ্য দিয়ে ক্রিকেট কাঁপানো নাসেরকে নিয়ে মজা করছেন ভক্তরা। টুইট করে ভক্তরা বলছেন, ক্রিকেট ছেড়ে ভুলই করেছেন নাসের! সাবেক ইংলিশ ক্রিকেটার নাসের হুসেইনকে নিয়ে মজা করে টুইট।
তিন দিন আগে সাবেক ক্রিকেটার ও বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়া সফরে গেছেন। তাঁর ওই সফর নিয়ে একজন টুইট করেছেন, ‘শুনলাম ইরমান খান সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসেরের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়া গেছেন।’
অন্য একজন টুইটে মজা করেছেন, ন্যাটওয়েস্ট সিরিজ হারের কারণে ইউক্রেনের ওপর হামলা চালাচ্ছেন নাসের হুসেইন। অন্য এক টুইট, শুনলাম নাসের কঠিন সময় পার করছেন। লোকজনকে ধরে ধরে বুঝাচ্ছেন যে, তিনি পুতিন নন নাসের হুসেইন!
নাসের হুসেইন ১৪ বছর ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন। ডানহাতি এই ব্যাটার ৯৬ টেস্ট খেলে ২০০৪ সালে অবসর নেওয়ার আগে ৫ হাজার ৭৬৪ রান করেছেন। ওয়ানডে ফরম্যাটে তার ব্যাট থেকে ৮৮ ম্যাচে এসেছে এক সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে ২ হাজার ৩৩২ রান।