রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০০:০০

বিশ্বকাপ ম্যাচ খেলবে না পোল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক ॥

ইউক্রেনের পাশে লেয়নডস্কিরা, রাশিয়ায় গিয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচ খেলবে না পোল্যান্ড। যত দিন যাচ্ছে, রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে ক্রীড়াবিশ্বে প্রতিবাদ তত দীর্ঘ হচ্ছে। ফুটবল তার মধ্যে অন্যতম। শনিবার পোল্যান্ড জানিয়ে দিল, আগামী মাসে রাশিয়ার বিরুদ্ধে সে দেশে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে যেতে রাজি নয় তারা। এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন দলের তারকা ফুটবলার রবার্ট লেয়নডস্কিও।

পোল্যান্ড ফুটবল সংস্থার সভাপতি সেজারি কুলেজা শনিবার টুইট করেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা মাথায় রেখে সে দেশে পোল্যান্ড ম্যাচ খেলতে যেতে চায় না। এটাই সঠিক সিদ্ধান্ত। সুইডেন এবং চেক প্রজাতন্ত্রের সঙ্গে কথা বলে আমাদের মত ফিফাকে জানাব।’

বাড়িতে একাই আটকে, রসদ কমছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছাড়ার অপেক্ষায় ভারতীয় দাবাড়ু সেজারির টুইটের উত্তর দিয়ে লেয়নডস্কি লেখেন, ‘এটাই যে সঠিক সিদ্ধান্ত তা নিয়ে সন্দেহ নেই। ইউক্রেনের বিরুদ্ধে যে সশস্ত্র আক্রমণ চলছে, তার মাঝে রাশিয়ায় গিয়ে ম্যাচ খেলার কথা ভাবতেই পারি না। রাশিয়ার ফুটবলার এবং সমর্থকরা এর জন্য দায়ী নন। কিন্তু সব কিছু দেখেও আমরা চুপ করে বসে থাকতে পারি না।’

পোল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের দেশের এক ফুটবলার কিয়েভে আটকে রয়েছেন। টমাস কেদজিয়োরা খেলেন ইউক্রেনের সর্বোচ্চ স্তরের ক্লাব ডায়নামো কিভে। পরিবার নিয়ে সেখানেই আটকে রয়েছেন তিনি। আগামী ২৪ মার্চ পোল্যান্ডের সঙ্গে রাশিয়ার ম্যাচ হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়