প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর জেলার আউটার স্টেডিয়ামে গত ক’বছর ধরে নিয়মিতভাবে ব্যাডমিন্টন লীগটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ লীগ ও টুর্নামেন্টের আয়োজনের দায়িত্বে রয়েছেন চাঁদপুর এভারগ্রীন ক্লাব। এ ক্লাবের খেলোয়াড়রা সকলেই বিভিন্ন পেশার সাথে জড়িত রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ সদস্যই দিনব্যাপী মানুষদেরকে বিভিন্ন সেবার মাধ্যমে সেবা দিয়ে সন্ধ্যার পর অবসর সময়টুকুতে এসে মিলিত হন নির্দিষ্ট মাঠে। আর এ মাঠটি আউটার স্টেডিয়াম সংলগ্ন ক্লেমন একাডেমীর সাথে।
ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে লীগের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্লাবের প্রধান উপদেষ্টা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সচিব ও চাঁদপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। এভারগ্রীন ক্লাবের সভাপতির দায়িত্বে রয়েছেন জেলা বিএমএর সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ জালালউদ্দিন রুমী, ক্লাবের মহাসচিবের দায়িত্বে রয়েছেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকতা সৈয়দ মশিউর রহমান।
ক্লাব সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে সিজন-৮-এর এভারগ্রীন লীগ ও চ্যাম্পিয়ন লীগের খেলা শুরু হয়েছে। গ্রুপ এ তে খেলবে কালাম ও জুয়েল জুটি এবং আলমগীর ও মাকছুদ জুটি। প্লে অফ ম্যাচে অংশ নিবে গ্রুপ এ ও গ্রুপ বি’র পরাজিত দল। গ্রুপ বিতে খেলবে রুমি ও সুলতান জুটি, সিরাজ ও দেলোয়ার জুটি এবং খালেক ও মাসুদ জুটি। চ্যাম্পিয়ন লীগে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে : এ গ্রুপে লক্ষ্মণ ও ফারুক জুটি, সোহাগ ও তাজুল জুটি এবং আলম ও গোবিন্দ জুটি। গ্রুপ বিতে খেলছেন মেজবাহ ও গিয়াস জুটি, মাইনুল ও শাহাদাত জুটি এবং জসিম ও মশিউর জুটি।
এভারগ্রীনের ব্যাডমিন্টন উপলক্ষে এবার ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হবে এবং হয়েছে ক্লাব সদস্যসহ অতিথি এবং শুভাকাক্সক্ষীদের মাঝে। এরা হলেন : ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, এডিসি জেনারেল ইমতিয়াজ হোসেন, ক্লাব সদস্য অ্যাডঃ মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু, অধ্যক্ষ মেজবাহ উদ্দিন ভুইয়া ঝুটন, ব্যাংকার মোঃ তাজুল ইসলাম, অ্যাডঃ শাহাদাত হোসেন, মাইনুল ইসলাম পাটওয়ারী, মোঃ আলমগীর হোসেন জুয়েল, সিরাজুল ইসলাম পাটওয়ারী, আলমগীর মিয়াজী আলম, ব্যাংকার মাশরুর হাসান ভূঁইয়া সোহাগ, এনএম রেজাউল ইসলাম, ডাঃ রায়হান মোঃ ওমর ফারুক রুপক, শিক্ষক লক্ষণ চন্দ্র সরকার, শিক্ষক নেতা গিয়াস কবির, প্রভাষক মুরাদ হোসেন, মুন্সি আব্দুল খালেক, মোঃ মাকসুদুর রহমান (আলিকো), সহকারী অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন, প্রকৌশলী মোঃ সাজ্জাত ইসলাম, লাইসেন্স ইন্সেপক্টর মোঃ রফিকুল ইসলাম রাসেল, ব্যাংকার খালেদ মাহমুদ মানিক, সহকারী অধ্যাপক ফজলুর রব, সহকারী শিক্ষক মোঃ মাসুদুর রহমান, গোবিন্দ সাহা, মোঃ দেলোয়ার হোসেন খান, ইঞ্জিঃ সুলতান মাহমুদ সুমন, ফারুক হোসেন মজুমদার, ব্যাংকার কবির হোসেন ফরায়েজী, আল হেলাল, জাকির হোসেন মিয়াজী, মোঃ আনোয়ার হোসেন, বাহার হায়দার চৌধুরী, প্রভাষক রেজাউল করিম রেজা, ব্যাংকার নুরুননবী, আজিজুল হক, ক্রিকেট কোচ শামিম ফারুকী, নজরুল ইসলাম, ব্যাংকার আব্দুস সবুর, গণেশ চন্দ্র দেবনাথ, ফয়সাল ইমাম ও খায়রুল কবিরসহ অন্যরা।