শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ০০:০০

আইপিএলের নিলামে নেই গেইল ও স্টার্ক
ক্রীড়াকণ্ঠ প্রতিবেদক ॥

একসময় আইপিএলের সবচে’ কাক্সিক্ষত নামগুলির একটি ছিলো ক্রিস গেইল। পারফরম্যান্সেও তিনি ব্যাট হাতে ছিলেন বোলারদের আতঙ্ক। সময়ের পরিক্রমায় এখন সেসব কেবলই সোনালী অতীত। বয়সের থাবায় নিজেকে হারিয়ে ফেলার প্রমাণ হয়ে এলো যেন এবারের আইপিএলের নিলাম। মেগা নিলামের তালিকায়ই নিজেকে রাখেননি ৪২ বছর বয়সী ক্যারিবিয়ান মহাতারকা।

গত আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে ১০ ম্যাচ খেলে কোনো ফিফটি ছিল না গেইলের। ২১.৪৪ গড়ে রান করতে পেরেছিলেন মাত্র ১৯৩।

কারও বদলি হিসেবে পরে সুযোগ না পেলে ২০০৯ সালের পর এই প্রথম আইপিএল খেলা হবে না গেইলের।

সাম্প্রতিক সময়ে অবশ্য সব ফ্র্যাঞ্চাইজি লিগেই গেইলের ফর্ম পড়তির দিকে। এবার বিপিএলে অবশ্য দল পেয়েছেন তিনি। খেলবেন সাকিব আল হাসানের ফরচুন বরিশালের হয়ে।

নিলামে নাম না তোলাদের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি নাম মিচেল স্টার্ক। ২০১৫ সালের পর আইপিএলে তাকে আর দেখা যায়নি। তবে এবার খেলতে চাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ক’দিন আগে। শেষ পর্যন্ত নিলামে নিজেকে রাখেননি অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার।

অতীতে আইপিএলের নিলামে ঝড় তোলা দুই ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস ও জফ্রা আর্চারও নেই এবার। দুজনই অবশ্য আগেই নিশ্চিত করেছিলেন যে, এবার খেলবেন না ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তাদের সঙ্গে নেই নানা সময়ে আইপিএলে ভালো পারফর্ম করা স্যাম কারান, ক্রিস গেইল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়