প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অভাগার প্রেম

তুমি শ্রাবণের অঝর প্লাবন হয়ে এসো একদিন,
আমি খুব করে ডুবতে চাই সে প্লাবনে,
ধুয়ে নিতে চাই হৃদয়ের জমাট বিষাদ,
আমিও তো খুব করে বাঁচার স্বপ্ন দেখি প্রিয়া।
বসন্তের ফোটা কামিনী হয়ে তুমি আসবে না জানি,
তবে রুক্ষ্ম শীত হয়ে এসো এ শহরে,
আমি তোমার শিশিরের স্পর্শ মেখে-
লুকাবো এ চোখের ফোটা ফোটা অশ্রুকণা।
দৃঢ় পাহাড়ের কান্নায় যেমনি নেমে আসে ঝর্ণা ধারা,
নির্বাক নদীর কলতানে যেমনি সুর মিলায় কূলহারা ঢেউ,
আমি তোমার বিরহে তেমনি যুগ যুগ আত্মবিলাপ করি,
সে ব্যথা লিখে রাখি মহাকাব্যের গুচ্ছ গুচ্ছ শব্দকণিকায়।
এ পৃথিবীর এটুকু দূরত্বে দাঁড়িয়ে তোমাকে ছুঁতে না পারার আক্ষেপ-
কোটি কোটি বছর ধরে আমাকে ভস্মিত করবে,
বাঁচার আশায় তোমায় ভালোবেসে আমার ভাগ্যে মৃত্যুও জুটেনি,
এ দগ্ধ জীবনের একেকটা ব্যথার মহুর্ত যেন অন্তহীন এক এক যুগ।