প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
তোফাজ্জল বাঁচতে চেয়েছিলো

চিন্তার ঘ্রাণ ঢুকে গেছে ক্ষুধা পীড়িত ভারসাম্যহীন মস্তিষ্কে
ঢাবির মেধাবী ছাত্ররা যখন ভাত খেতে দিল নিশ্চয়ই দয়ালু তারা! তাকে আর মারবেনা। খাওয়া শেষে ছেড়ে দিবে।
সে ভাত খেল পেট ভরে। আহা! এত আদর করে কেউ খেতে দেয়না কতদিন! বিনয়ে চোখ দুটো তার ছলছল করে উঠে। কিন্তু খাওয়া শেষ হতে না হতেই ওরা আগের রূপেই ফিরে আসে। তাকে মারতে থাকে মেধাবীরা! মারতে মারতে তোফাজ্জলকে মেরে ফেলে!
যদি সে জানতো, মানুষের আদলে এরা আদতে পিশাচ তবে কী আর সে না খেয়ে মারা গেলেও হলে ঢুকত!
ভাত খেয়ে বাঁচতে চেয়ে পিশাচদের হাতেই জীবন গেল!