প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নদীর কথা বলছি

এদেশ আমাদের মায়ের মতো; রক্ত শিরার মতো নদী বহমান।
মাতৃদুগ্ধ-স্নেহ ছাড়া যেমন মানবিক হয়ে বাড়ে না কোন শিশু,
নদী বিহীন গড়ে উঠেনি সভ্যতা কোথাও; অতীত ইতিহাসও
তা-ই বলে। আমরা বুঝিনা ভালোমন্দ; কত-না অজ্ঞ-নাদান।
হায়রে অভিন্ন নদী! উজানে মোড়লের থাবা সীমান্তে দিয়ে টোল,
পলি মাটির সুখ গেছে হারিয়ে; জাগে ধু ধু প্রান্তর। বালুখেকো-
লোভী হায়েনার দল লুটেপুটে খায়, নীরবে শুধু চেয়ে দেখো।
এভাবে কি নদী হওয়া যায়- হনুমান যদি দাঁড়ায় হাতে ত্রিশূল?
প্রিয় মেঘনা তুমি, কালের ¯্রােতে বয়ে চলা উত্তাল ঢেউখেলা নদী;
বুড়িগঙ্গা-শীতলক্ষ্যার দূষিত বর্জ্যে ছেয়ে গেছে তোমার তলদেশ।
খবরের কাগজে প্রায়শ দেখি নাবালিকাও পায়-না রেহাই; এমনি যদি
বাংলার সব নদী-জলাশয় দখল দূষণে আমরাই করি মৃতপ্রায় নিঃশেষ।
জ্ঞানীরা কয়- নদী বাঁচলে এদেশ বাঁচবে সাথে আরও বাঁচবো আমরা
রূপকথা নয়- নদীর মাঝেই বিরাজ করে এই জগতের প্রাণ ভোমরা।