প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০
২৪-এর গণজাগরণ

২৪-এর গণজাগরণ,
অমলিন থাকবে আমরণ,
সাইদ মুগ্ধ সারজিসদের রক্তচোখ,
থরথর করে কাঁপিয়ে দিলো স্বৈরাচারীর বুক,
বাংলা মাটি পেলো স্বাধীনতার প্রকৃত সুখ।
বঙ্গভূমিতে আর যেন না আসে কোন শোসক কিংবা অসুর,
যেন আবাদ না হয় কোন নরপশুর,
ওরা ধংশ করলো মতপ্রকাশের স্বাধীনতা,
ধর্মীয় মূল্যবোধ, নাগরিক অধিকার আরো কত কিছুর,
ওরাই করেছে এদেশটাকে লুটপাট ভাংচুর,
ওরা ছদ্মবেশী লম্পট স্বাধীনতার মিথ্যে চেতনাবাজ,
ওরে জাগো,
প্রিয় মাতৃভূমি মুক্তি পেয়েছে স্বৈরাচারীর কবল থেকে আজ,
ছাত্রজনতার হাতেই হবে মাতৃভূমির নবসাজ।