প্রকাশ : ১২ মে ২০২৪, ০০:০০
বাংলাদেশ
এম কে কে আপন

বাংলাদেশ আমার দেশ,
আমি ভালোবাসি তোমায় প্রিয় বাংলাদেশ।
রক্ত দিয়ে কেনা প্রিয় বাংলাদেশ,
তুমি সবার প্রিয় সোনার বাংলাদেশ।
মানুষ মানুষের জন্য প্রিয় বাংলাদেশ,
আমি দেখেছি তোমার রূপের নাইকো শেষ।
তুমি তো আমার প্রিয় বাংলাদেশ।
সকল দেশের সেরা রূপের নাইকো শেষ,
৩০ লাখ শহিদের রক্তে কেনা,
তুমিই তো আমার প্রিয় বাংলাদেশ।
কী পেলাম? কী পেলাম না? নেই কোন আক্ষেপ,
তুমিও শ্রেষ্ঠ রূপের রাণী,
রূপের নাই তো শেষ
তুমি তো আমার প্রিয় বাংলাদেশ।