প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০
ফুল ও মৌ
ইয়াছিন দেওয়ান
মৌ ছানারা অকালপক্ক হয়েও,
খেলা দেখাতে চায় উত্তেজনায়।
চোখ মেলেই ওরা দেখে বসন্ত।
বাগানের ফুলগুলো রাস্তার পাশে আসতে চায়,
দেখাতে চায় পূর্ণ মাধূর্য।
কিছু ফুল স্বাধীনতাকামী হয়
দেখাতে চায় ফুলের নির্যাস অচেনা পথিকদের।
কেউ কেউ আলতো ছোঁয়া চায়,
কেউ হাতের মুঠোয় চলে যায়।,
অতঃপর পথিকের একটু প্রশংসায়,
ঝরে পড়ে বিছানায়।
বসন্ত মনে করে ওরা রৌদ্রে ছাই হয়।
গাছ দোষ দেয় মৌমাছির জাতের।