রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

কালসিন্ধু

দোলা রানী দেওয়ান
কালসিন্ধু

কত যুগ হলো যে গত,

বাক্সে বন্দি আমার ঢের অভিযোগ শত শত।

সময়ের সাপেক্ষে আমি পরিবর্তন হবো না হয় তুমি,

আগমন চাই না বিদায় বিরহের ভয়ে।

গতিশীল দিবসে কোন এক ক্ষণে আসে স্মরণে,

আমার সময়গুলো শুধু ঘুরে দুঃখের পিছনে।

আমাদের একান্ত প্রয়াসে যতনে গড়া দেহখান,

কোনো এক প্রহরে আসবে মৃত্যুরাজের ডাকপিয়ন।

নবপৃথিবীতে ননীরপুতুল হয়ে থাকি নদীরতীরে,

চন্দ্রচূড়ার ন্যায় অহংকার চূর্ণ হয় বৈঠকখানার দারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়