মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

প্রভুর অসীম প্রেম

ক্ষুদীরাম দাস
প্রভুর অসীম প্রেম

আমি খুঁজে পাই আমার স্মৃতিতে,

অনুক্ষণ খুঁজে পাই তোমাকে প্রভু।

তুমি তো সাজাও আমাকে;

আর কেউ কেউ ব্যর্থতায় আমায়

হৃদয়জুড়ে বেদনার অশ্রু ঝরায়।

আমার হৃদয়ে এখন খ্রিস্টীয় প্রেমের হাওয়া।

আমার সব শুকনো পাতাগুলো ঝরে পরে

একে একে ঝরে পড়ে;

আর প্রভু আমায় নতুনে সাজান।

আমি হরিণীর মতো তৃষ্ণার্ত

প্রভুর জীবনজলের উনুইয়ের প্রতীক্ষায়।

আকুতিভরা নিদ্রাহীন চোখ আমার

আমার জীবন ক্লান্তির বিষণ্ণতা ছড়ায়

তখন প্রভুর অসীম প্রেম

ঢেলে সাজায় আমায়।

আর আমি খুঁজে পাই সীমাহীন আনন্দ;

আমি নির্জন পথেও প্রভুর পায়ের ছাপ দেখি,

আমার সত্তাজুড়ে প্রভু আমার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়