সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

মজার রান্না

এম. আবু বকর সিদ্দিক
মজার রান্না

আমগো বাড়ি আইয়েন বাপু, খাইয়েন মজার রান্না,

মান্নার বাবার কোমর ব্যথা, বাজার করছে পান্না।

বাজারতন পেঁয়াজ আনেনি, রসুন আনছে একটা,

পটল আনছে গণ্ডাখানেক, শূন্য আলুর ব্যাগটা।

আগুন দামে চাল কিনে তার, পকেটটা হয় ফাঁকা,

তেল না নিয়ে আসছে বাড়ি, কোথায় পাবে টাকা।

বাজার থেকে মলিন মুখে

আসছে ফিরে পান্না,

আমগো বাড়ি আইয়েন বাপু

খাইয়েন মজার রান্না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়