রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০০:০০

আমারও প্রেম ছিল
শহিদুল ইসলাম খোকন

স্মৃতির ভোজা বইতে বইতে মনের অজান্তে

ভূলেই গিয়ে ছিলাম যে আমারও প্রেম ছিল।

হৃদয়ের সবটুকু ভালোবাসা উজার করে

মনের গহিনে হ্রদয় কোণে দিয়ে ছিলাম ঠাই

আজ আমি শূন্যতায় হাহাকার সে পাশে নাই।

নদীর তীরে পড়ন্ত বিকেলে লিখতে বসে কবিতা

দু-নয়নে নদী দেখি বুকে তার ছবিটা।

স্মৃতি যে কেবলই দেয় শুধু যন্ত্রণা,

সে তুমি কখনো বুঝবে না, বুঝবে না।

মিথ্যে অভিমানে গিয়াছো চলে

আসবে ফিরে তাই মনের ধার রেখেছি খুলে।

আসবে আসবে ভাবনায় সারাক্ষন থাকি

বৃষ্টির জন্য অপেক্ষাতে থাকে যেমন চাতক পাখি।

ভাবি বুকের ভেতর আছে হয়তো চোরা গলি

না হয় সেখান থেকে কেমনে গেলে চলি।

বিরহের বার্ষিকীতে মনে পড়ে গেল

বেদনায় ভরা আমারও প্রেম ছিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়