রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০০:০০

প্রেয়শী
মোঃ আকাশ হোসেন

যারে তুমি খুঁজে বেড়াও এই ভুবন জুড়ে

সেথো আছে হৃদয় ললাটে

খুঁজে নিও তারে তোমার নিকটে।

তোমার অজানা ঘরে তার দেহের বসত

তুমি হৃদয় দিয়ে দেখলে না তা

তোমার আশেপাশে খুজে নিও, তার শঠতা।

তুমি কেমন করে চিনিবে উহারে,

প্রেয়শীর গোধূলি লগ্নে

তোমার জন্য অপেক্ষা তার,ওপাড়ের বনে।

নীলিমার মতো নয়নের বাতায়নে

খুলে দিও হৃদয়ের দুয়ার

ওপাড় হতে আসবে সে, দেখে নিও বারংবার।

বসন্তের তৃনশূন্য ফাগুন বেলায়

আসবে সে খেয়াঘাটে

প্রেয়শী'কে রেখে দিও, আজন্ম তোমার নিকটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়