প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০
তানজিল হৃদয়
বিষাদ আমাকে খুঁড়ে খাও,
আমাকে ব্যথা দিয়ে তুমি কি তৃপ্তি পাও?
যন্ত্রণার নগরে আমি আজ একাকার,
অদ্য সহচর নয়তো কেউ আমার।
আকাশ আজ মুখবিকৃতি, মলিন,
ভালোবাসাতে নিজেকে করেছিলাম বিলীন।
নদীর ¯্রােত আজ প্লাবিত হয়,
অসংখ্য মর্মপীড়া বক্ষস্থলে গচ্ছিত রয়।
প্রণয় অনুন্নত রয়,
সুখের ছায়া ভাসুক, দুঃখ নয়।