রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০

বহির্বিশ্বে হায়নায় শীর্ষে
কাজী ইমাম হোসেন

উড়ে এসে জুড়ে বসলি

দখলবাজ তুই ইসরাইল,

নিষ্ঠুরতায় প্রমাণ দিলি

পাথরে গড়া তোর দিল।

নিজ দেশে আজ অকাতরে

প্রান দিতেছে ফিলিস্তিন

দিনের পর দিন হত্যাকাণ্ডে

করছো যে তার দেশ বিলীন।

দাঙ্গাবাজ তুই হায়েনা যে

রক্ত চোষা তোর ইতিহাস

তোর আঘাতে রণক্ষেত্র আজ

গাজার বুকে হাজার লাশ,

রক্তখেকো ইসরাইল তুই

আর কত প্রাণ কাড়তে চাস?

তোর সমুচিত জবাব দিতে

নড়ে বসেছে আজ হামাস।

ধ্বংস হোক তোর আগ্রাসন

আর নৃশংসতার এই পরিবেশ,

ফিরে আসুক আগের মত

ফিলিস্তিন এক স্বাধীন দেশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়