রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ফিরে আসাই প্রত্যাবর্তন
জেসমিন আক্তার

আকাশ না হতে পারি,

পাখি হতে বাধা কোথায়?

উড়ে উড়ে কাটবে বেলা,

দেশ হতে দেশ দেশান্তরে।

গুহার ভেতর সাধু হবো,

সংসার সুখ মুছে ফেলে

এক বস্ত্রে বেরিয়ে গিয়ে

গাছের তলায় নদীর ধারে

কিংবা পথে প্রান্তরে।

তার আগে যে বাঁচতে হবে

জলে নৌকায় ভাসতে হবে,

মেঘশূন্য আকাশে তারাদের

জপমালা দেখতে হবে।

গুহাজীবন শেষ হলে পরে

ঘুমাতে যাবো ঘাসের শয্যায়

রাত দুপুরে।

মিশে যাবো ভাবসঙ্গিনীর ধূম নূপুরে

ছোট্ট জোনাকির মতো পথ পাবো

আপন আলোয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়