প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০
দোলা রাণী দেওয়ান
ছিলাম যখন ভীষণ বিষণ্নতায়,
তার দেখা পেলাম হঠাৎ আঙিনায়,
বাড়ি দিনাজপুর যে ছিল,
হঠাৎ একদিন সে যে ডাক দিয়েছিল।
দেখায় সে নতুন ভোরের আবাস,
জেগে ওঠে নতুন হৃদয় আশ্বাস।
হবে দেখা কোনো এক পূর্ণিমায়,
বসে আছি সেই অপেক্ষার দরজায়।
হঠাৎ মনে পড়ে যায়...
যখন সে এসেছিল আমার ছায়ায়।
ভুল করি যে আমি বারে বারে,
সবার সামনে অপমান করো না আমারে।
হয়ত কখনো হবে না তোমারে ভোলা,
নামটি মনে রেখো আমি সে ফালতু মেয়ে দোলা।