রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০

প্রতিজ্ঞাবদ্ধ পুরুষের প্রতি
সৌরভ সালেকীন

বুকের বা-পাশ ছোঁবে না কেউ

দেখবে না দুঃখে দুরন্ত ভাব।

প্রতিটি স্পন্দনের পাশাপাশি দীর্ঘশ্বাসসমূহ!

আমার প্রতিটি রাত, প্রতিটি ধূলিকণার মতো

মূল্যহীন হয়ে দেশ থেকে দেশান্তরে চলে গেলে

দুঃখ থাকবে না কিছু!

সময়ের সপক্ষে, অজুহাতের অভাব না থেকে

থেকে যাবে একরাশ সুখের উল্লাস এবং তার

জন্য সিক্ত অশ্রু!

এখন তো সবাই বিপক্ষবাসী, সবই বিরুদ্ধাচারী!

যা কিছু মননে সৃষ্টি, তা-ই দেখি আত্মঘাতী মগজের বিরুদ্ধে!

তবুও কি জীবনের দোষ দেওয়া যায়?

অথচ দেখ!

তোমার অস্তিত্ব ছোঁয়ার প্রতিজ্ঞাবদ্ধ পুরুষ

জানে না, তার মতোই অন্য এক পুরুষ

তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছে,

তার বাস্তবতার আজ ভিন্ন ব্যক্তিত্বে দুধভাত!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়