রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০

সে ছিলো
আয়েশা সিদ্দিকা

সে আমার বেসুরো স্বরের গান ছিলো

আমার কবিতার প্রাণ ছিলো

সকালের স্নিগ্ধ রোদ ছিলো

সে আমার হাতের মেহেদির

লাল টুকটুকে রঙ ছিলো

আর পূর্ণিমা রাতের জোছনা

আমাবস্যার রাতের বিষণ্নতাও বটে।

সে ছিলো শিশিরের উপর সূর্যের আলোর মতো জলজলে

আর শিলাবৃষ্টির শিলের মতো টলটলে।

আচ্ছা, সে কী সেই শিল ছুঁয়ে দেখেছিল কখনো?

সে কী নিজের মন ছুয়েছে কখনো?

চেষ্টা করেছিল কী কখনো আমার মন ছুঁতে?

আমার হৃদয়ের অব্যাক্ত আর্তনাদ...

একদা আমি সেই শিল ছুঁয়েছি,

স্নিগ্ধ-শীতল, কিছুক্ষণেই মিলে যায়

ছুয়ে তাকে স্মরণ করেছি।

সে কিছুক্ষণেই মিলে না গেলেও

সে স্নিগ্ধ-শীতল নিষ্পাপ সুন্দর।

এ আমার মনের বায়না।

সে ডায়েরির পাতার আক্ষেপ ছিলো

আর নির্ঘুমতায় গভীর ভাবনা।

সবই আমার মনে তার অবস্থান ছিলো

এ অবস্থান আকাশের বিশালতাকেও হার মানাবে

আসলে সে ছিলো একটা ভয়ংকর ভ্রম

মরিচিকা ও বলা চলে।

আমায় অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া আলোকিত ছায়া

আর আমার কল্পনার অক্লান্ত মায়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়