বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০০:০০

পাঠক ফোরামের ১০০০তম সংখ্যাপূর্তি অনুষ্ঠান
মোখলেছুর রহমান ভূঁইয়া

সাহিত্যের সদ্য ফুটন্ত কলির মৌ মৌ বিচরণে চাঁদপুর কণ্ঠের নিয়মিত জনপ্রিয় আয়োজন পাঠক ফোরাম বিভাগের হাজারতম সংখ্যা সাহিত্যের জৌলুসে আষাঢ়ে সাদা-কালো মেঘখেলার সোনালি এক বিকেল উদযাপন উৎসব হলো। চাঁদপুর কণ্ঠ জন্মলগ্ন থেকে শিল্প-সাহিত্য-সংস্কৃতির দায়বদ্ধতায় নিরলসভাবে নিবেদিত। বিশেষ করে সাহিত্যের অনুরাগে ঈর্ষণীয় অনুকরণীয়। কবি-লেখক তৈরির কারখানায় ভূষিত শব্দে সীমাবদ্ধ না থেকে কবি-লেখকদের স্বীকৃতি-সম্মাননা দিয়ে দিগন্তে দিগন্তে ছড়িয়ে-ছিটিয়ে দিয়ে নিপুণ শব্দ শিল্পীর কর্মপ্রয়াস বিস্তৃত করেছে। চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক সাহিত্য মেলার পরবর্তী চাঁদপুর কণ্ঠের পূর্তি ও কবি-লেখকদের সম্মাননায় সাহিত্য অনুরাগীদের মিলনমেলা সাহিত্যের অনুরণে উৎসাহ-উদ্দীপনা জ্ঞানের অন্বেষণের জাগ্রত করার প্রয়াস ছিলো। এই প্রয়াসকে শাণিতরূপে রূপায়িত করেছেন ইংরেজি সাহিত্যের জ্ঞানপিপাসু, জ্ঞান বিতরণে পারমঙ্গতা, সুধীজনের প্রিয় হয়ে উঠা চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।

নিঃসংকোচে-নির্দ্বিদায় বলতে পারি, চাঁদপুর কণ্ঠের পাঠক ফোরামের হাজারতম সংখ্যাপূর্তি ও কবি-লেখক সম্মাননা উৎসাহ আমেজে সবিশেষ সাহিত্য সাময়িকীর জ্ঞান গভীর সুনিপণ শ্রুতিমধুর কণ্ঠে পুরো হলরুম বইয়ের প্রাচুর্য্যতায় ভরপুর করে দিয়েছেন। তিনি রসালো কণ্ঠে বলেন, চাঁদপুর কণ্ঠ পাঠক ফোরাম আলোকিত মানুষ তৈরির কারখানা। স্মার্ট সাহিত্য চর্চায় জ্ঞানার্জন ও প্রাজ্ঞ জ্ঞানের ব্যবহারে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই কারখানার ভূমিকা অনস্বীকার্য। টেকসই উন্নয়ন, সাহিত্য জ্ঞান-বিজ্ঞান এবং সাহিত্য সাধনায় বইয়ের বিকল্প বই। জ্ঞান আরোহণ ও বিতরণে এই কারখানার শব্দ নির্মাণপ্রয়াসীদের অন্যান্য বইয়ের সাথে জাতীয় অধ্যাপক প্রফেসর আবদুর রাজ্জাক স্যারের বই পড়ার জন্যে অনুপ্রাণিত করেন। চাঁদপুর কণ্ঠ সত্যি কবি-লেখক তৈরির কারখানা। বইয়ের সাথে পাঠকের, পাঠকের সাথে বইয়ের সংযোগের ধারা বাহিকতার যর্থাথই ভূয়সী প্রশংসা করেন।

বইয়ের প্রাচুর্য্যতা ও বই পড়ার অনুপ্রেরণা মূলক বক্তব্যে উপস্থিত কবি, সাহিত্য সুধীজনের ন্যায় আমার সাধারণ সহজ-সরলমণা সহধর্মিণী মিসেস ফরিদা ইয়াসমিন পান্নও মুগ্ধতায় মুখরিত হয়। একমাত্র ছেলে উমেদ আজহার ইয়ানূর ভূঁইয়ার ছোট মানুষী পীড়ায় অনুষ্ঠান সমাপ্তির পূর্বেই আসতে বাধ্য হয়। তথাপিও বিশেষ করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের বক্তব্য মিষ্টি যন্ত্রণা অনুভব করেও ছিলেন পরিতৃপ্ত। আমি মনে করি, চাঁদপুর কণ্ঠের পাঠক ফোরাম বিভাগের হাজারতম সংখ্যাপূর্তি ও কবি-লেখক সম্মাননা উৎসব এখানেই সার্থক হয়েছে। একজন সাধারণকে অসাধারণ ভূমিকায় অজানাকে জানবার ¯্রােতে আনয়নে বিকশিত করাই ছিলো আয়োজন ও আয়োজকের মূলমন্ত্র। সেই আয়োজনটি যথার্থভাবেই রূপায়িত করেছেন পাঠক ফোরামের বিভাগীয় সম্পাদক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান। আমি স্বল্প শব্দ নির্মাণকারীকে কবি লেখক-সম্মাননা ভূষিত করে ঋণী করেছেন পাঠক-বোদ্ধা মহলে। সদ্য ফুটন্ত কলিগুলো দু রঙা প্রলেপে একই মুদ্রার জুড়িতে চিত্রায়িত করায় বিউলিগের সুরের মূর্ছনায় হারিয়ে যায়। শব্দের দায়বদ্ধতায় চাঁদপুর কণ্ঠের সাথে একাত্মতায় সফে দিলাম। সত্য ও সুন্দরের অর্চনাই চাঁদপুর কণ্ঠের আজন্ম অভিলাষ। অব্যাহত থাকুক চাঁদপুরের শব্দ-বর্ণ নির্মাণের সকলের প্রিয় পাঠক ফোরাম বিভাগ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়